স্বরূপকাঠিতে শুভসংঘের বৃক্ষরোপন কর্মসূচি
তাপমাত্রা বৃদ্ধির হার কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ও সবুজ সমারোহ চারপাশ গড়ার লক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্বরূপকাঠি শুভসংঘের সদস্যরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থানে নানা প্রজাতির ফল গাছের চারা রোপন করে। এর পূর্বে শুক্রবার বিকেলে উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠি বন্দর সংলগ্ন গ্রামীন ব্যাংক শাখা কার্যালয়ের সামনে দুটি আম, দুটি নারিকেল ও দুটি সুপারি গাছের চারা রোপনের মাধ্যমে ওই কর্মসূচির শুচনা করেন স্বরূপকাঠি শুভসংঘের উপদেষ্টা ও কালেরকণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু, উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহ, সহ সভাপতি ও এএসপি আকতার হোসেন (পিআরএল), সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ রাজু, সহ অর্থ বিষয়ক সম্পাদক রুহুল আমীন, নারী বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি, সহ নারী বিষয়ক সম্পাদীকা মুনিয়া শরীফ মুনা। এসময় শুভসংঘের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাদের সাথে বৃক্ষ রোপন কার্যক্রমে অংশ নেন সমাজ সেবক মো. হাফিজুর রহমান, মো. তরিকুল ইসলাম ও মো. মাসুদ করিম।
এসময় শুভসংঘের সদস্যরা জানান, সারাবিশ্বের তাপমাত্রা বৃদ্ধিতে আমাদের জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। প্রতিদিন ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইডের নিঃসরন অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এমনভাবে চলতে থাকলে আগামীতে পৃথিবীতে আমাদের বসবাস করা কঠিন হয়ে যাবে। তাই আগামী পৃথিবীকে বসবাসের উপযোগী হিসেবে গড়ে তুলতে গাছের বিকল্প নাই। গাছ একদিকে যেমন আমাদের অক্সিজেন দেয় অপরদিকে বিভিন্ন প্রজাতির ফলদ গাছ থেকে আমরা নানা ধরনের ফলের চাহিদা মেটাতে পারি। তাই আমরা শুভসংঘের পক্ষ থেকে পুরো উপজেলায় নানা প্রজাতির ফলদ গাছের চারা রোপন কর্মসূচি হাতে নিয়েছি।