স্বরূপকাঠিতে শুভসংঘের আশ্রয়নের বাসিন্দাদের মাঝে সবজির বীজ বিতরণ

 

ঘুর্নিঝড় রিমালে দক্ষিনাঞ্চলীয় উপকূলবর্তী এলাকাগুলোতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অঞ্চলের অন্যসব এলাকার মতো পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলায়ও ঘরবাড়ি ও নার্সারির পাশাপাশি কৃষি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘুর্ণিঝড়ে ওই এলাকার বহু কৃষি জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় এলাকাটিতে শাক সবজি সহ দৈনিন্দন কাঁচা তরকারির ব্যাপক সংকট দেখা দিয়েছে। বাজারে যে সামান্য সবজি পাওয়া যায় তার দাম অনেক হওয়ায় কিনতে গিয়ে হিমসিম খেতে হচ্ছে ক্রেতাদের। বেশি সমস্যায় পড়েছে ওই এলাকার নিম্মমধ্যবিত্ত শ্রেনীর লোকজনেরা। বাজারে সবজির দাম চড়া মুল্য হওয়ায় সবজি কেনা অনেকটাই তাদের হাতের নাগালের বাইরে। এলাকায় সবজির বাজারের এই সংকটের কথা চিন্তা করে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি শাখার পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের মাঝে বিনামূল্যে সবজির বীজ বিতরণের উদ্যোগ নেয়া হয়। এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার উপজেলা শুভসংঘের সদস্যরা স্বরূপকাঠি সদর ইউনিয়নের অলংকারকাঠি আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে বিনামূল্যে নানা ধরনের শাক ও সবজির বীজ বিতরণ করে।

স্বরূপকাঠি শুভসংঘের উপদেষ্টা ও কালেরকণ্ঠ প্রতিনিধি হযরত আলী হিরু সহ উপজেলা শুভসংঘের যুগ্ন সম্পাদক সুব্রত হাওলাদার, নারী বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম হাসি, সহ নারী বিষয়ক সম্পাদীকা মুনিয়া শরীফ মুনা, ক্রীড়া সম্পাদক আতাইকুল রাব্বি, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুগ্ধ হাসান আশ্রয়নের বাসিন্দাদের হাতে বীজ তুলে দেন। এসময় শুভসংঘের সদস্যরা আশ্রয়নের বাসিন্দাদের বর্তমান সংকটময় সময় ছাড়াও সারাবছর বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের শাক সবজি চাষের পরামর্শ দেন।

বীজ পেয়ে খুশি হয়ে আশ্রয়নের বাসিন্দা মুন্নি বেগম বলেন, আমরা নিম্ন আয়ের মানুষ মাছ মাংস কেনার সামর্থ আমাদের নেই। বন্যার পর থেকে যেভাবে শাক সবজির দাম বেড়েছে তাতে করে বর্তমানে শাকসবজি কিনে খাওয়া আমাদের জন্য কষ্টকর। শুভসংঘ আমাদের সবজির বীজ দিয়েছে আমি আমার ঘরের আঙ্গিনায় এই সবজি বীজ চাষ করে আমাদের সংসারের সবজির চাহিদা মেটাব।
বীজ পেয়ে মুন্নি বেগমের মত খুশি হয়ে শুভসংঘকে ধন্যবাদ জানান আশ্রয়নের অন্যসব বাসিন্দারাও।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *