আন্দোলনে নিহতদের স্মরণে স্বরূপকাঠি শুভসংঘের বৃক্ষরোপণ
সারাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে বিভিন্ন প্রজাতির ফলদ চারা রোপন করেছে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি শাখা। কর্মসূচি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকালে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি শাখার আয়োজনে পিরোজপুরের স্বরূপকাঠি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গুরুত্বপূর্ন স্থানে আম, মালটা ও পেয়ারা সহ নানা প্রজাতির অর্ধশতাধীক ফলদ চারা রোপণ করা হয়। উপজেলা শুভসংঘের উপদেষ্টা ও কালেরকণ্ঠ’র স্বরূপকাঠি প্রতিনিধি হযরত আলী হিরু এর নেতৃত্বে উপজেলা শুভসংঘের সভাপতি মো. মহিবুল্লাহ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিরঞ্জন হালদার, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিন বিল্লাহ রাজু, যুগ্ম সম্পাদক তুহিন আহসান, নারী বিষয়ক সম্পাদীকা উম্মে কুলসুম হাসি, সদস্য রমজান আলী রাকিব, নুসরাত জাহান চুমকি, মোসা. রওশন আরা ও উম্মে হানি সহ উপজেলা শুভসংঘের সদস্যরা স্বরূপকাঠি পৌরসভার ৯ টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ওই চারা রোপন করে তাতে বেড়া দিয়ে দেয়। এসময় শুভসংঘের সদস্যরা জানায়, বৈষম্য বিরোধী আন্দোলনে সারাদেশে ছাত্র সহ নানা শ্রেনীপেশার বহু লোক নিহত হয়েছেন। তাদের এ আত্মত্যাগের ঋণ কখোনও শোধ করা যাবেনা। নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়ে তাদেরকে স্মরনীয় করে রাখতে আমরা বসুন্ধরা শুভসংঘ সারাদেশের ন্যায় স্বরূপকাঠি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নানা প্রজাতির ৫০ টি ফলদ চারা রোপন করেছি।