স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের কন্যাশিশুরা
আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু। বিশ্বজুড়ে এদিনটি মেয়েদের দিন হিসেবে পরিচিত। কন্যাশিশু দিবসের উদ্দেশ্য মেয়েদের কণ্ঠস্বর, কাজ এবং নেতৃত্বকে গুরুত্ব দেওয়া। কন্যাশিশু দিবসে মেয়েদের অধিকার ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন করতে আজ শুক্রবার সকালে রাজধানীর মিরপুর ১৪ নম্বরের টিনশেড বস্তিতে অবস্থিত বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। উক্ত কর্মশালায় বসুন্ধরা শুভসংঘ স্কুলের পঞ্চাশজন কন্যাশিশু অংশগ্রহন করেন। এসময় শিশুদের সাথে গান-কবিতা আড্ডার সাথে শিশুদের মৌলিক অধিকার, দারিদ্র্য, বাল্যবিবাহ, বৈষম্য ও প্রজননস্বাস্থ্যসহ দেশের প্রতি শিশুদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্য মোসা. বনি আক্তার কথা ও ফৌজিয়া ফয়সাল ফ্লোরা।
কর্মশালায় বনি আক্তার কথা বলেন, আজকের কন্যাশিশুরা আগামীদিনের ভবিষ্যত। এখন আর কন্যাশিশুদের অবজ্ঞা-অবহেলার কোন সুযোগ নেই। ছেলেদের তুলনায় কন্যাশিশুরা আজকাল অনেক এগিয়ে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘ শিশুদের মৌলিক চাহিদা অন্যতম বিষয় শিক্ষার ঘাটতি পূরণে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। তোমাদের উচিত বাল্যবিয়ে ও দারিদ্র্যতা জয় করে পড়ালেখা শিখে সমাজে মাথা উচু করে দাঁড়ানো এবং সমাজ ও দেশেরতরে কাজ করা উচিত।
বসুন্ধরা শুভসংঘ সদস্য ফৌজিয়া ফয়সাল ফ্লোরা বলেন, আমরা এমন এক দেশ চাই যে দেশ হবে শিশুবান্ধব। সেদেশ শিশুদের অধিকার রক্ষা ও মৌলিক অধিকার নিশ্চিত করবে। এখনো কন্যাশিশুদের শিক্ষা পারিবারিক ও রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হয়নি এবং এখনো আমাদের সমাজের মেয়েদের ১৮ বছরের আগেই বিয়ে দেওয়া হচ্ছে। এখনো মানুষ মনে করে, বিয়ের পর মেয়ের লেখাপড়ার প্রয়োজন নেই। আমরা এসব চিন্তা-ভাবনা, মানসিকতা পরিবর্তন করতে চাই। তাই আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আমাদের আজকের আয়োজন। আগামীর কন্যাশিশুদের জন্য সুন্দর ও সুরক্ষিত সমাজ প্রত্যাশা করি।
এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা সেলিনা আক্তার, তানিয়ে আক্তার, বিথি আক্তার। আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার সদস্য রুফাইদা আক্তার, রাফিয়া তাসনিম, ফৌজিয়া ফায়সাল ফ্লোরা, উম্মে রায়হান তাহেরা, মোসা. বনি আক্তার (কথা), স্বপ্না আক্তার সুমাইয়া, নাবিহা নাওয়াল, রিফাহ্ নানজিবা আবিকা, ওয়ালি উল্লাহ খান, সাকিব সাদমান তাহসিন, নাজমুল হাসান মারুফ, সজিবুল ইসলাম মোহসিন।