সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করলো বসুন্ধরা শুভসংঘ
শুভ কাজে সবার পাশে স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (৬ এপ্রিল) বিকেলে জেলা শহরে এ আয়োজন করা হয়। শহরের বিভিন্ন এলাকায় ঘুরেঘুরে অসহায় মানুষদের মাঝে ইফতার বিতরণ করে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ জামালপুর জেলা শাখার শেখ মু. আতিফ আসাদ, সাবরিনা নাসরিন ও শর্মিলা জাহান শশী প্রমুখ।
এ সময় তারা জানান, পবিত্র রমজান মাসে দেশের বিভিন্ন অঞ্চলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। এ ধারাবাহিকতায় জামালপুরেও ইফতার বিতরণ কর্মসূচি পালন করা হলো। বসুন্ধরা শুভসংঘ সবসময় শুভ কাজে সবার পাশে আছে।