সুবিধাবঞ্চিত শিশুদের হাত রাঙিয়ে দিল বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পবিত্র ঈদ–উল–ফিতর উপলক্ষে মেহেদী উৎসবের আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ কাফরুল থানা শাখার বন্ধুরা। ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন করেন তাঁরা।
শুভসংঘের নারী বন্ধুরা অর্ধশতাধিক সুবিধাবঞ্চিত শিশুর হাতে মেহেদী দিয়ে বিভিন্ন ডিজাইনের নকশা এঁকে দেন। সুবিধাবঞ্চিত শিশু বৃষ্টি জানায়, ‘মেহেদী হাতে ঈদ করছি।
এটা খুবই আনন্দের। ভালো লেগেছে, যখন একজন আপু আমার হাতে মেহেদী লাগিয়ে দিলেন। এই প্রথম মেহেদী দিলাম।‘ হাবিবা, রত্না, খুশিসহ সবার অনুভূতি জানতে চাইলে তারা শুধু একটি কথাই বলেছে, ‘আমরা অনেক আনন্দিত, আজ আমরা অনেক খুশি।খুব ভালো লাগছে।‘
তাদের অভিভাবকরাও খুশি হয়েছেন আমাদের এই আয়োজনে।
মেহেদী উৎসবে উপস্থিত ছিলেন, শাহনাজ মহিমা, সেজুতি আক্তার, অন্বেষা পাল পূজা, বীথি রয়, মাহবুবা মাহিমা, মোমতারিন জাহান, অর্পিতা চাকমা, নুসরাত জাহান শ্রাবনী, সাদিয়া আক্তার মিম, দিবা দেবনাথ, তাহসিন ইকবাল ত্রিশা ও সাদিয়া ইকবাল তানিশা।
শুভসংঘ সদস্যদের অনুভূতি জানতে চাইলে তারা বলেন, ঈদের আগে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে মেহেদী পরিয়ে দিতে পারায় আমরা অনেক আনন্দিত। সুবিধাবঞ্চিত এই শিশুরা ঈদের আনন্দ পুরোটা উপভোগ করতে পারে না। ঈদে সবার সঙ্গে তারাও যেন হাসিখুশি থাকতে পারে সে জন্য কয়েকদিন আগে তাদের জামাকাপড় তুলে দিয়েছিলাম।
ঈদের আনন্দ বাড়িয়ে দিতে মেহেদী উৎসব করলাম। ঈদের আগের তাদের নিয়ে মেহেদী উৎসব আয়োজন করতে পেরে শিশুদের পাশাপাশি আমরাও অনেক খুশি। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ভালো কিছু করতে চাই।