সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিল
বসুন্ধরা শুভসংঘ ভাষানটেককাফরুল থানা শাখার আয়োজনে আজ রবিবার (৭ এপ্রিল) রাজধানীর মিরপুর-১৪ নম্বর এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ইফতার মাহফিলে আশেপাশের এলাকার অর্ধশতাধিক শিশু অংশগ্রহন করেন। এসময় শিক্ষার্থীদের নানা ধরণের মুখরোচক খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
ইফতার মাহফিলে অংশ নিয়ে তানভীর নামে এক শিশু জানায়, ‘তার বাবা একজন দিনমজুর। প্রতিদিনের উপার্জনের একটা বড় অংশ তার দাদীর ঔষধের জন্য খরচ হয়। তার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় পরিবারের খরচ চালাতে তাদের অনেক কষ্ট হয়ে যায়, এজন্য রমজানে ঠিকমত ভালো খাবার খাওয়ার সুযোগ হয়না। বসুন্ধরা শুভসংঘের ইফতার মাহফিলে এসে তারা অনেক খুশি।’
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভাষানটেক থানা শাখার সদস্য আলিফ জাহেরি, সেজুতি আক্তার, অন্বেষা পাল পূজা, বিথি রয়, মাহাদী রশিদ, সাজ্জাদুর রহমান শেখ, তৌফিক আল সাদিফ।