সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ

 

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি।বছর ঘুরে আবার এসেছে ত্যাগের মহিমা নিয়ে পবিত্র ঈদ উল আযহা। পশু কুরবানীর মধ্য দিয়ে মানুষের মনের পশুত্ব কে কুরবানী দেওয়াই হলো পবিত্র ঈদউলআযহার উদ্দেশ্য। তবে সকলের পক্ষে সম্ভব হয় না পশু কুরবানী দেওয়া কিংবা নতুন পোশাক পরার। সমাজের এমন কিছু সবিধাবঞ্চিত শিশুদের জন্য বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে আজ শুক্রবার (১৪ জুন)সকাল ১০ টায় গোপালগঞ্জ শহরের মানিকদাহ গ্রামের আশ্রায়ন প্রকল্পে বসবাসরত অসচ্ছল ও নিম্ন আয়ের সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। ঈদ উপহার নতুন পোশাক পেয়ে শিশুরা অত্যান্ত আনন্দিত হয়ে বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানায়।

ঈদের নতুন পাঞ্জাবি পেয়ে মো. রব্বানি(০৪) বলেন,”ভাবছিলাম এইবার আর পাঞ্জাবি পইড়ে নামাজ পড়তে পারবো নানে, গেছে বারের পাঞ্জাবিডা খাটো হয়ে গেছে, এই পাঞ্জাবি পাইয়া মনে হচ্ছে আইজকাই ঈদ আমার।

ঈদ পোশাক নিতে আসা আবরার হোসেন(০৩)এর মা আয়েশা খাতুন বলেন, ”ওর বাপ  সামনে মধুমতী নদীর মধুপুর ঘাটে খেয়া বায়।ব্রীজ হইছে তাই এহন কেউ খেয়া পাড় হয় না এজন্য আয় ভাল না, এরমধ্য মাংস আনবে কেমনে আর ওগো জামা কাপড় দেবে কেমনে কন, ভাল ই হইল এবার পোলাডা নতুন পাঞ্জাবি পইড়া নামাজ পড়ব,আমরা সবাই আপনাগো জনইন্য দোয়া করব ঈদের নামাজ পইড়ে।

ঈদ উপহার বিতরণ আয়োজনে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক সুজন দাস, সাংগঠনিক সম্পাদক তুর্জ রহমান, সমাজসেবা সম্পাদক অয়ন সাহা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাইম, পলক, রিজেন্ট কলেজ শাখার নিউটন ও সাগর

আয়োজন শেষে বসুন্ধরা শুভসংঘ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব মাহবুবুর রহমান বলেন, ”আমরা সকলেই যদি সমাজের এইসব সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিশেষ দিনগুলোতে তাদের পাশে দাঁড়ায় তবে তারাও আমাদের সন্তানদের মত ঈদ আনন্দ পালন করতে পারবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *