সাভার মডেল থানায় শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা কার্যক্রম
মূল ফটক দিয়ে প্রবেশ করলেই চোখে পড়বে থানা প্রাঙ্গণে পার্কিং করা বেশ কয়েকটি গাড়ি। যার অধিকাংশই আগুনে পুড়ে যাওয়া। বাকিগুলোতে রয়েছে ভাংচুরের চিহ্ন। কিছুটা সামনে এগোলেই থানার মূল ভবন। তিনতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় আগুনে পোড়া কালো ছাপ। ভেতরে গিয়ে নিচতলায় দেখা যায় ধ্বংসস্তূপ। পুরো থানা কমপ্লেক্স যেনো এক ভয়ংকর ধ্বংসযজ্ঞের উদাহরণ।
এ দৃশ্য ঢাকা জেলার সাভার মডেল থানার। গত ৫ আগস্ট রাতে দুর্বৃত্তরা থানায় হামলা চালায়। এ সময় জীবন বাঁচাতে পালিয়ে যায় পুলিশ সদস্যরা। এরপর থেকে থানাটিতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে।
গন অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর দেশজুড়ে অস্থিরতা দেখা দেয়। থানাসহ বিভিন্ন স্থাপনায় লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। সারা দেশের অধিকাংশ থানায় আগুন দেয় দুর্বৃত্তরা। আত্মরক্ষার্থে থানা ত্যাগ করে পুলিশ সদস্যরা। যার কারণে দেশে আইন–শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেতে শুরু করে। তবে ধীরেধীরে সব স্বাভাবিক হতে শুরু করেছে। থানায় ফিরছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারে ফিরে আসা পুলিশ সদস্যদের সাদরে গ্রহণ করে নিচ্ছে সাধারণ জনগণ। কিন্তু পুড়ে যাওয়া ভবনে ধ্বংসস্তুপের মাঝে থানার কার্যক্রম চালানো অসম্ভব। এ কারণে থানা কমপ্লেক্স পরিচ্ছনতা কর্মসূচি গ্রহণ করেছে সাধারণ শিক্ষার্থী ও বসুন্ধরা শুভসংঘ। গতকাল বুধবার (১৪ আগস্ট) থেকে এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়, থানা কমপ্লেক্সে প্রশাসনিক ভবন ও কোয়ার্টারসহ মোট নয়টি ভবন রয়েছে। প্রতিটি ভবনেই লুটপাট ও ভাংচুর করে দুর্বৃত্তরা। এর মধ্যে আগুন দেওয়া হয় দুইটি ভবনে। এছাড়া পুলিশের গাড়িসহ বিভিন্ন মামলায় আটক প্রায় অর্ধশতাধিক গাড়িতে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ দিন ভাংচুর ও আগুনে পুড়ে যাওয়া থানার বিভিন্ন মালামাল এবং বর্জ্য পদার্থ পরিষ্কার–পরিচ্ছন্ন করতে দেখা যায় স্বেচ্ছাসেবীদের। স্বতঃস্ফূর্তভাবে আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন কক্ষ সমূহ পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিলেন তারা।
থানা পরিচ্ছন্নতা কার্যক্রম প্রসঙ্গে স্বেচ্ছাসেবীরা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনস্বার্থে এসব প্রতিষ্ঠান দ্রুত চালু হওয়া দরকার। সে কারণে আমরা এ পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছি। আমরা প্রায় ৬০ জন এখানে কাজ করছি। সাভার থানা পুরোপুরি পরিচ্ছন্ন না হওয়া পর্যন্ত আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।
এ সময় বসুন্ধরা শুভসংঘ ঢাকা জেলা শাখার পক্ষ থেকে সাব্বির আহমেদ শোভন ও সাকিব হোসেন ফাহিম জানান, রাষ্ট্র সংষ্কারের কাজে তাদের সংগঠন সবার সাথে সম্মিলিতভাবে কাজ করছে। বাংলাদেশকে দুর্নীতি মুক্ত একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করা তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে শুভ কাজে সবার পাশে থাকার প্রত্যয় নিয়ে এগিয়ে চলছেন তারা।