নড়াইলের কালিয়ায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ইফতার মাহফিল
বসুন্ধরা শুভসংঘ কালিয়া উপজেলা শাখার আয়োজনে আজ (রবিবার) ২৪ মার্চ মারকাজুল উলুমিদ্দিন মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে এতিমখানার অর্ধশত শিক্ষার্থী, শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘের সদস্যগন উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক আকরাম শেখ, বসুন্ধরা শুভসংঘ কালিয়া উপজেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ ইমরুল খান, সেকেন্দার শেখ, লাইক শেখ, জাহিদুল ফকির, সভাপতি শাহিন শেখ, সহ সভাপতি, শাহিন শিকদার, রাব্বি মোল্লা সৌরভ, শেখ তরিকুল, শেখ হায়দার, শেখ সিয়া,ম মোল্লা সাকিব, মোল্লা ফয়সাল, শেখ লিমন, শেখ মিলন মোল্লা।
ইফতার মাহফিল শেষে কালিয়া উপজেলা শাখার সভাপতি শাহিন শেখ জানায়, বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ইতিমধ্যে এলাকার অস্বচ্ছল মানুষের নিয়ে বিভিন্ন কাজ করা হচ্ছে। আমাদের কাজে প্রথমেই প্রাধান্য পাচ্ছে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুরা। আমরা সবসময়ই বসুন্ধরা শুভসংঘের সাথে থেকে সকল শুভ কাজ চালিয়ে যাবো।