রাজিবপুরে গুচ্ছ গ্রামে অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে খাবার বিতরণ
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা বড়াই ডাঙ্গী এলাকায় গুচ্ছ গ্রামে থাকা অসহায় ও দরিদ্র পরিবার গুলো মাঝে রান্না করা খারার বিতরণ করা হয়েছে।
আজ ৩১ জুলাই বুধবার দুপুরের খাবার বিতরণ করে রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘর বন্ধুরা।
রান্না করা খাবার পেয়ে আনোয়ারা খাতুন (৬৫) বলেন বন্যার পানি চারপাশে কোন কাজ কাম নাই মাইশের বাড়ি বাড়ি যাইয়া কিছু চাইয়া খাই। আজ তোমারা হামার ঘরত আসিয়া খাবার দিলা আল্লাহ তোমাদের মঙ্গল করুক
এসময় উপস্থিত ছিলেন রাজিবপুর রৌমারী কালের কণ্ঠ প্রতিনিধি সোহেল রানা স্বপ্ন, রাজিবপুর সরকারি কলেজ শুভসংঘ সভাপতি আসিক মাহমুদ সাধারণ সম্পাদক শামিম আহমেদ সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, শুভসংঘর বন্ধু মারুফ, সিয়াম, শাহীন, মিরাজ,বন্ধন, সবুজ, বায়েজিদ প্রমুখ।