“রাজশাহীর বাঘার বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা স্কুল ড্রেস,ব্যাগ ও জুতাসহ বিভিন্ন সামগ্রী পেয়ে পেয়ে শিক্ষার্থীদের মুখে অনন্দ হাসি ফুটে উঠেছে”
রাজশাহীর বাঘা উপজেলার দাদপুর বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষার্থীরা স্কুল ড্রেস, জুতা, ব্যাগ, পানির ফিল্ডার, কলম,খাতাসহ বিভিন্ন সামগ্রী পেয়ে খুশি ৭৬ জন ক্ষুদে শিক্ষার্থীরা। মঙ্গলবার (৫মার্চ) সকাল সাড়ে ৮টায় স্কুলে সরেজমিন গিয়ে দেখা যায়, শিশু শ্রেণীর ৩৪ জন শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি থেকে স্কুল ড্রেস ও ব্যাগ হাতে করে স্কুলে আসছেন।
জানা যায়, রাজশাহীর জেলার মধ্যে বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দাদপুর গ্রামে কোন স্কুল না থাকায় বসুন্ধরা গ্রুপ এই গ্রামে ২০২৩ সালের শেষের দিকে স্কুলটি উদ্ধোধন করেন। প্রথম দিকে ৩০জন ক্ষুদে শিক্ষার্থী দিয়ে স্কুলের কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই স্কুলে শিশু শ্রেণীতে ৩৪জন ও প্রথম শ্রেণীতে ৩০ জন শিক্ষাথী স্কুলে পাঠদান দিচ্ছেন। বর্তমানে এই স্কুলে ২জন শিক্ষক দিয়ে পাঠদান চলছে। দাদপুর বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষক রবিউল ইসলাম, শিক্ষিকা নিপা খাতুন। এই সময় উপস্থিত ছিলেন চকরাজাপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল আযম, চকরাজাপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মিজানুর রহমান, বসুন্ধরা শুভসংঘ বাঘা উপজেলার সভাপতি প্রভাষক সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক কালিদাস খালী উচ্চ বিদ্যলয় সহকারী শিক্ষক আবুল বাশার,কালের কণ্ঠের বাঘা উপজেলা প্রতিনিধি মোঃ লালন উদ্দীন প্রমুখ। সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল আযম বলেন, বসুন্ধরা শুভসংঘ স্কুলে ৬৪জন শিক্ষাথী রয়েছেন। ২জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, বর্তমানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে স্কুলে যা দিয়েছেন তা হলো ব্রেঞ্চ সেট ১২টি,সকল শিক্ষার্থীর জন্য স্কুল ব্যাগ, স্কুল ড্রেস, সকল শিক্ষার্থীর জন্য খাতা,কলম,জুতা,১টি পানির ফিল্ডার, ২টি ফ্যান,২টি চেয়ার, ২টি হোয়ইচ, ১০০টি স্কুল ব্যাগ, ১টি দেয়াল ঘড়ি,১কার্টুন ষ্টোশনারী,৭৬টি ড্রেস প্রদান করা হয়েছে। বসুন্ধরা গ্রুপ পক্ষ থেকে ২জন শিক্ষককে প্রতি মাসে বেতন প্রদান করা হয়। বসুন্ধরা স্কুলের ড্রেস,স্কুল ব্যাগ,বই, খাতা,কলম, জুতা পেয়ে শিক্ষার্থীদের মুখে অনন্দ হাসি ফুটে উঠেছে।