রাজবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
“শুভ কাজে সবার পাশে”-এর শ্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এবং বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সার্বিক সহযোগিতায় শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে জেলা শহরের ঐতিয্যবাহি শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহরিয়ার রিয়াজ। উপস্থিত ছিলেন, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সহকারি শিক্ষক মনিরা পারভীন, সেলিনা আক্তার শেলি, সেলিনা আক্তার, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি রহিমা আক্তার রুহি, মডারেটর স্বেচ্ছাসেবক আবু দাউদ সাইফুল্লাহ, সামিউল রাফসান, শাকিল আহম্মেদসহ অন্যান্যরা। পরে শিশুদের হাতে আম, কাঁঠাল, পেয়ারাসহ নানা প্রজাতির গাছের চারা তুলে দেয়া হয়।