“রংপুরে বসুন্ধরা শুভসংঘ স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালক রংপুর অফিস”
গংগাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নে তিস্তার চরে বসুন্ধরা শুভসংঘ স্কুল পরিদর্শন করলেন প্রাথমিক শিক্ষা রংপুরের বিভাগীয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মুজাহিদুল ইসলাম । আজ সোমবার (৪ মার্চ) সকালে তিনি স্কুল পরিদর্শন করেন ।
এ সময় উপস্থিত ছিলেন গংগাচড়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার সুলতান সালাউদ্দিন, প্রাথমিক শিক্ষা রংপুরের বিভাগীয় উপ-পরিচালকের ব্যক্তিগত সহকারী মোরশেদ করিম, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান, বসুন্ধরা শুভসংঘ স্কুলের শিক্ষিকা জেসমিন বেগম, শাহরিয়ার সাগর, বসুন্ধরা শুভসংঘের রংপুরের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ ।
পরিদর্শনের সময় তিনি স্কুলের সার্বিক বিষয়ে খোঁজ নেন। এ সময় তিনি চর অঞ্চলের সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দেয়ার জন্য বসুন্ধরা গ্রæপকে ধন্যবাদ জানান । পরে তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরন শিশুদের মাঝে বিতরণ করেন ।
উল্লেখ্য রংপুর শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দুরে গংগাচড়া উপজেলার লক্ষীটারি ইউনিয়নের তিস্তার চর চল্লিশ সাল । বর্ষার সময় এই চরে যোগাযোগের এক মাত্র মাধ্যম নৌকা । আর শুষ্ক মৌসুমে ধুধু বালুচর হেঁটে যেতে হয় এই চরটিতে। এই চরটিতে প্রায় ৫০০ লোকের বসবাস। এই চরের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত। কৃষি কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। এখানে নেই কোন শিক্ষা প্রতিষ্ঠান । চর থেকে পাঁচ কিলোমিটার দুরে রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান । তাই এই চরের শিশুরা বর্ষার সময় নৌকায় ও শুষ্ক মৌসুমে পাঁয়ে হেঁটে স্কুলে যেতে হয় । তাই এই চরের শিশুরা স্কুলে ভর্তি হলেও তারা ঝরে পড়ে । তাই ঝরে পড়া ও চরের শিশুদের কথা চিন্তা করে বসুন্ধরা গ্রæপের শুভসংঘ স্কুল ২০২৩ সালের পহেলা মে প্রতিষ্ঠা করেন। স্কুলটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত ও নন্দিত দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক, কালের কণ্ঠের প্রধান সম্পাদক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন । শুভসংঘ স্কুলটিতে এখন তিনটি শ্রেণীতে ৪০ জন ছাত্র ছাত্রী লেখা পড়া করছে । বর্তমানে শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণী চালু রয়েছে ।