রংপুরে ট্রাফিক পুলিশের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ
রংপুর মেট্টোপলিটন ট্রাফিক পুলিশের মাঝে ছাতা বিতরণ করেছেন বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার সদস্যরা ।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে রংপুর নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির মোড় এলাকায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের মাঝে এসব ছাতা বিতরণ করা হয়। ছাতা পেয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বসুন্ধরা গ্রæপকে ধন্যবাদ জানান।
ছাতা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সাদাকাত হোসেন, রংপুর মেট্টোপলিটন পুলিশের ট্রাফিক সার্জেন্ট রাহুল কুমার চক্রবর্তী, বসুন্ধরা শুভসংঘের রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তানজিম হাসান, সমাজ কল্যাণ সম্পাদক খলিলুর রহমান, অর্থ সম্পাদক সোহাগ কুমার দাশ, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জাহিদ আলম জেমস, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান, নারী বিষয়ক সম্পাদক আসমা আক্তার ঋতু,সাহিত্য ও সাস্কৃতি বিষক সম্পাদক অর্নশ্রী ঘোষ, সাংগঠনিক সম্পাদক সোহেল তানভীর, সদস্য শিশির রায়, খায়রুল আরিফ, বসুন্ধরা শুভসংঘ স্কুলের সমন্বয়ক গোলজার রহমান আদর প্রমুখ ।
রংপুর জেলা বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সভাপতি ও রংপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ সাদাকাত হোসেন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সব সময় ভালো কাজের সাথে আছে । আমরা ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা উপহার দিতে পেরে বসুন্ধরা শুভসংঘ খুশি । তিনি আরো বলেন, রোদ বৃষ্টি উপেক্ষা করে ট্রাফিক পুলিশ রংপুরের যানজট নিয়ন্ত্রনে কাজ করে । তাই বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ছাতা দিয়ে তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত ।