মুন্সিগঞ্জে বসুন্ধরা শুভ সংঘের কমিটি হস্তান্তর ও সাংস্কৃতিক সন্ধ্যা
মুন্সীগঞ্জে বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষনার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩ টার শহরের আড্ডা আয়োজন ক্যাফেতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মন্ডলীগন, জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দসহ অত্র সংগঠনের নতুন কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সম্মানিত উপদেষ্টা মন্ডলীগন সংগঠনের সকল সদস্যদের প্রতি বিভিন্ন দিকনির্দেশনা মুলক মূল্যবান বক্তব্য প্রদান করেন। কমিটি ঘোষণা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শুভ সংঘের সদস্যসহ স্থানীয় শিল্পীবৃন্দ।
উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হচ্ছেন, এড. নাসিমা আক্তার সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ, মুন্সীগঞ্জ জেলা শাখা, সুজন হায়দার জনি, সাবেক সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও আহবায়ক, নাগরিক সমন্বয় পরিষদ, মুন্সীগঞ্জ, হামিদা খাতুন, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, মুন্সীগঞ্জ শাখা, আয়নাল হক স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, আবু সাত্তার মুন্সী, কাউন্সিলর, ৬ নং ওয়ার্ড, মুন্সীগঞ্জ পৌরসভা, রেজাউল ইসলাম সুজন, ব্যাবসায়ী এবং সমাজসেবক, প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা এ. এফ. এম আব্দুল হাই চ্যারিটেবল ট্রাস্ট।
নব নির্বাচিত কমিটিতে সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম, সি.সহ সভাপতি জান্নাতুল ফেরদৌস জুই, সহ- সভাপতি মো: সাইফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক ওয়াসিউ রহমান বৃন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন শুভ, আব্দুস সাত্তার রিফাত, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ছাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেন রিয়ন, রাশেদ মীর, দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, সহ দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসাইন আপন, প্রচার সম্পাদক মো: ইকরামুল হাসান, নারী বিষয়ক সম্পাদক নাজমুন নাহার মুনা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বী, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মীরা, পরিবেশ বিষয়ক সম্পাদক রুপম সাহা জিৎ, অর্থ বিষয়ক সম্পাদক আফরিন আক্তার নিশু, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মুন্না, আইন বিষয়ক সম্পাদক তন্ময় মন্ডল, মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রসাদ বিশ্বাস, সমাজকল্যাণ সম্পাদক সৃজন শাহরিয়া অর্নব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজু, ক্রীড়া সম্পাদক প্রিমন রহমান, সাংস্কৃতিক সম্পাদক যুবরাজ কবির, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সিফাত, কার্যকরী সদস্য ফাতেমা তুজ জোহরা রশ্নি, তানজুম অর্না, আহসান, সাবিহা ইসলাম, সুবর্না শেখ, তৌফিকুল ইসলাম, মিফতাহুল তোয়া, মোহাম্মদ নিঝুম, রিদওয়ান গাজী।