মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করলো বসুন্ধরা শুভসংঘ
শুভ কাজে সবার পাশে স্লোগানকে সামনে রেখে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়েছে। আজ সোমবার (৮ এপ্রিল) জেলার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামে এ আয়োজন করা হয়।
এ দিন চাঁচড়া দক্ষিণ পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের নিয়ে ইফতার করে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা। আয়োজনে ছিলো মানসম্মত বাহারি খাবার।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ নড়াইল সদর উপজেলা শাখার আহবায়ক মো. ফয়সাল শিকদার সেতু, যুগ্ম আহবায়ক নাহিদ খসরু ঐতিহ্য, সদস্য হাসিবুল হাসান, নাজমুস সাকিব সিয়াম, মেহেদি হাসান সম্রাট, মোঃ মুজাহিদ শিকদার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ নড়াইল জেলা সমিতির সভাপতি অমিত হাসান।
ইফতার আয়োজন প্রসঙ্গে আহবায়ক মো. ফয়সাল শিকদার সেতু বলেন, ‘পবিত্র রমজান মাস জুড়ে সারা দেশে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। এ ধারাবাহিকতায় নড়াইলেও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ইফতার কর্মসূচির আয়োজন করা হলো। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফোটাতে বসুন্ধরা শুভসংঘ নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করে চলছে। বসুন্ধরা শুভসংঘ সবসময় শুভ কাজে সবার পাশে আছে।