ময়মনসিংহে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বসুন্ধরা শুভসংঘের পাঞ্জাবি বিতরণ
বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখার আয়োজনে আজ বৃহঃস্পতিবার (১৩ জুন) ময়মনসিংহ সদরের বাবুস সালাম হাফেজিয়া মাদরাসার দশজন শিক্ষার্থীর মাঝে ঈদের নতুন জামা তুলে দেওয়া হয়। ঈদের নতুন পাঞ্জাবি পেয়ে উচ্ছাস প্রকাশ করে মাদরাসা শিক্ষার্থীরা।
এই সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দমোহন কলেজ শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্য, যুগ্ম সাধারণ সম্পাদক জিহান, রাহাত, ইভেন্ট বিষয়ক সম্পাদক মমো, সদস্য টিটু মেরিনা, জুবায়ের এবং রিফাত।
পাঞ্জাবি উপহার পেয়ে শিক্ষার্থীরা জানায়, তাদের অনেকেরই বাবা–মা নেই। বাবা মা থাকলেও সামর্থ না থাকায় ঈদে নতুন জামা পরার সুযোগ হয় না । বসুন্ধরা শুভসংঘ থেকে পাঞ্জাবি উপহার পেয়ে তারা অনেক আনন্দিত।
মাদ্রাসার মুহতামিম মুফতি আবদুল্লাহ আর মামুন বলেন জানায়, বসুন্ধরা শুভসংঘ দেশের সেরা সামাজিক সংগঠন । নানাবিধ সামাজিক কার্মকান্ডের মাধ্যমে তারা মানুষের মনে জায়গা করে নিয়েছে। শুভসংঘ থেকে অসহায় শিক্ষার্থীদের জন্য পাঞ্জাবি প্রদান করায় মাদরাসা কতৃপক্ষও অনেক খুশি।