মধ্যনগরে বসুন্ধরা শুভসংঘের খাদ্য সহায়তা পেল ভিক্ষুক মিনারা
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন কান্দাবাড়ি গ্রামের অসহায় ভিক্ষুক বৃদ্ধা মিনারা খাতুন (৬৫) কে ১ মাসের খাদ্য সহায়তা প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ।
মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ওই বৃদ্ধার বসত বাড়িতে গিয়ে ওই বৃদ্ধাকে ১ মাসের খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়।এর পূর্বে দৈনিক কালের কণ্ঠে ‘ বন্যার কারনে ভিক্ষা মাগা বন্ধ,না খাইয়া আছি’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করে। সংবাদটি নজরে আসে বসুন্ধরা শুভসংঘের।
এসময় উপস্থিত ছিলেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমান উল্লাহ, বসুন্ধরা শুভসংঘ মধ্যনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমিন সালমান, সংরক্ষিত নারী ইউপি সদস্য রাজিয়া খাতুন।
অসহায় বৃদ্ধা ভিক্ষুক মিনারা খাতুন বলেন, বাপু আমরা গরীব মানুষ। ভিক্ষা কইরা পরিবারের ভরনপোষণ চালাই।বন্যার কারনে আমার ভিক্ষা মাগা বন্ধ আছিন। পরে না খাইয়া দিন গেছে আমার। পত্রিকাতে আমারে লইয়া খবর আওয়ার পরে আমারে বসুন্ধরা শুভসংঘ খাওনের বাজার কইরা দিছে। এহন আমার আর কোনো চিন্তা নাই। প্যানেল চেয়ারম্যান আমান উল্লাহ বলেন, দুর্যোগে দুর্বিপাকে সবসময়ই অসহায় মানুষদের পাশে থাকে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রæপ। বসুন্ধরা শুভসংঘ ওই বৃদ্ধের পাশের দাঁড়ানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের জন্য শুভ কামনা।