বোয়ালখালীতে অসহায় তৃষ্ণার্ত মানুষের মাঝে শুভ সংঘের সুপেয় পানি বিতরণ
চট্টগ্রামের বোয়ালখালীতে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অসহায় হতদরিদ্র তৃষ্ণার্ত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়েছে।
গতকাল (২৭ এপ্রিল) শনিবার দুপুরে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও কালুরঘাট ফেরিঘাটে আগত যাত্রীসহ ৩শ অসহায় হতদরিদ্র মানুষের মাঝে এ সুপেয় পানি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। সে দায়িত্বটি যথাযথভাবে পালন করছে বসুন্ধরা শুভ সংঘ। শুধু বোয়ালখালীতে নয় বসুন্ধরা শুভ সংঘের মানবিক কাজ ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের বোয়ালখালী শাখার সভাপতি নুরুল আবছার হিরা, সাধারণ সম্পাদক এম এ তালেব, অধ্যাপক আবু নঈম চৌধুরী,মো.ওয়াসিম মুরাদ, মো. আবছার ও কালের কণ্ঠের বোয়ালখালী প্রতিনিধি এস.এম নাঈম উদ্দীন।