বীরগঞ্জে বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন পেল ২০ অসচ্ছল নারী

 

দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের সেলাই মেশিন উপহার পেলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২০ জন অস্বচ্ছল নারী।

উপজেলার পৌর শহরের ৬ নং ওয়ার্ড মাকড়াই গ্রামে গত বছরে বিধাব,স্বামী পরিত্যক্তা ও অসহায় নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘের প্রতিষ্ঠিত স্কুল প্রাঙ্গণে তিন মাসের প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রশিক্ষণ শেষে তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে বিনামুল্যে সেলাই মেশিন উপহার দেওয়া হলো।

শনিবার (৯ মার্চ) সকালে সেলাই মেশিন বিতরনকালে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব জাকারিয়া (জাকা) , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহি, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, উপজেলা কৃষকলীগের সভাপতি শিবলী সাদিক ,জেলা পরিষদ সদস্য রোকনুজ্জামান বিপ্লব,আওয়ামীলীগ নেতা মনোয়ার হোসেন,দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি এমদাদ হক,বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সভাপতি রাসেল ইসলাম সহ উপজেলা ও কলেজ শাখার শুভসংঘের বন্ধুরা।


এসময় অনুষ্ঠানে জাকারিয়া এমপি বলেন, দেশে সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করছে বসুন্ধরা গ্রুপ। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশরতœ শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার নির্বাচনী এলাকার প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে শিক্ষার মান উন্নয়নে স্কুল প্রতিষ্ঠা ও অসহায়, বিধবা, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অস্বচ্ছল নারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র চালু করে প্রশিক্ষণের ব্যবস্থা করছে এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেকের হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়াু হচ্ছে এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এর ফলে নারীরা নিজের পায়ে দাঁড়াতে পারছে ও স্বাবলম্বী হচ্ছে। পাশাপাশি আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে আর এই মহতী উদ্যোগ গ্রহনের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই।

বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান বলেন, বসুন্ধরা গ্রুপের সহায়তায় সারা দেশব্যাপী অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর দিকনির্দেশনায় দেশের বিভিন্ন জেলায় এবং উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এই সেলাই প্রশিক্ষন কেন্দ্রে অসহায় ও সুবিধা বঞ্চিত নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তুলছি এবং প্রত্যেককে বসুন্ধরা গ্রুপের সহায়তায় সেলাই মেশিন উপহার দেওয়া হলো কারণ তারা এটি দিয়ে কাপড় সেলাই করে পরিবারের স¦চ্ছলতা ফিরিয়ে আনবে বলে আমরা আশা করছি।

বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেলাই মেশিন পাওয়া মনিকা মুরমু (৩৫) জানান, আমার ১০ বছর আগে বিয়ে হয়েছিল স্বামীর বাসায় ৩ বছর সংসার করছি। আমার ১ ছেলে ২য় শ্রেণিতে পড়ে কিন্তু পরিবারের অভাব অনটন থাকার সত্তে¡ও আমার স্বামী কোন কাজ করত না কিন্তু পারিবারিক সমস্যার কারনে আমার উপর রোজ নির্যাতন করত তাই আমি তাকে ছেড়ে ছেলেকে নিয়ে বাবার বাসায় চলে আসি। তাই জীবিকার তাগিদে তাদের সাথে দিনমজুরির কাজ করে যা আয় হয় তা দিয়ে আমার ছেলের পড়াশোনা খরচ ও পরিবারের খরচ চালাই। কিন্তু আমার এই অবস্থা দেখে বসুন্ধরা শুভসংঘ আমাকে সেলাই শেখার সুযোগ করে দেন এবং ৩ মাস ফ্রি প্রশিক্ষণ শেষে আজ সেলাই মেশিন উপহার পাচ্ছি খুব ভালো লাগছে এই সেলাই মেশিন পেয়ে সংসারে কিছুটা হলেও সহযোগিতা করতে পারব। সন্তানটির ভালোভাবে লেখাপড়া করাতে পারব। এজন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি আমি চিরদিন ঋণী হয়ে থাকবো।পাশাপাশি আমার মতো অনেক অসহায় নারীরা এই প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বী হয়ে অন্ধকার থেকে আলোর মুখ দেখছে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *