বিশ্ববিদ্যালয় ভর্তিযোদ্ধাদের পাশে বসুন্ধরা শুভসংঘ
বসুন্ধরা শুভসংঘ আয়োজনে আজ শুক্রবার (১০ মে) ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজ ভর্তি পরিক্ষায় ঢাকা কলেজ কেন্দ্র আগত শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় ঢাকা কলেজ শাখার সদস্যবৃন্দ৷ বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে ভর্তিযোদ্ধা ও তাদের অভিভাবকদের বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি, স্যালইন বিতারন করা হয়।
কারিমুন নামে এক শিক্ষার্থী বলেন,আমি যশোর থেকে এসেছি। ঢাকায় কেউ পরিচিত না থাকা আমার চিন্তা হয়ছিলো আমার ব্যাগসহ মূল্যবান জিনিসপত্র কোথায় রাখবো। বসুন্ধরা শুভসংঘের স্টলে আমার জিনিসপত্র রেখে যাই এবং পরীক্ষা শেষে সব ঠিকমতো বুঝে পেয়েছি। বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ।
এসময় উপস্থিত ছিলেন, রাজীব খান, মো: হাসান ফকির, তাওহিদ হাসান ওলি, রাকিক হাসান, জুনায়েদ ইসলাম, মো: হুমায়ন,মো: সিহাব, রফিক, আরাফাত হোসেন।