বাউফলে শুভসংঘের মানবিক কীর্তি
তিব্র গরমে হাসফাঁস করছে মানুষ। তাপদাহে ইট পাথরের রাস্তায় টিকে থাকা দুষ্কর। শ্রমিকরা হাপিয়ে পড়ছে অল্পতেই। এমন গরমের যন্ত্রনায় পরিচ্ছন্নতার সাথে এক গ্লাস শীতল পানির সরবত সাধারণ মানুষের মুখে তুলে দিতে গতকাল রবিবার পটুয়াখালীর বাউফলের রাস্তায় ভ্যান নিয়ে বেড়িয়ে পড়ে শুভসংঘের ওই উপজেলার সদস্যরা।
চিনি, লবন, মাল্টা, লেবুর রস, ট্যাং, তোকমা, ইসুবগুলের ভূষি, গভীর নলকূপের পানির বরফ এর সংমিশ্রনে তৈরী করা সরবত ক্ষনিকের জন্য হলেও শীতলতার স্বস্তি দিয়েছে শ্রমিক শ্রেণির মানুষসহ পথচারীদের। গতকাল শুভসংঘের সদস্যরা এমন একটি মানবতার কর্ম নিয়ে বেড়িয়ে পড়ে বাউফল পৌর শহরে। ভ্যানে করে শহর জুড়ে রাস্তার ক্লান্ত শ্রমিক আর পথিক স্বস্তির নিঃশ্বাস ফেলেছে তাদের এক গ্লাস সরবত খেয়ে। প্রায় দুই হাজার গ্লাস সরবত বিলিয়েছে তারা।
বাউফল উপজেলা কমিটির মানবিক এ কর্মকে সহযোগিতা করেছেন বসুন্ধরা শুভসংঘ বাউফল উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মু. হুমায়ুন কবির, উপদেষ্টা প্রভাষক এ.এস.এম.এনামুল হক, ডা. এ.এস.এম.সায়েম, মো. কামরুজ্জামান খান ফিরোজ, প্রভাষক মো. অহিদুজ্জামান সুপন ও কৃষিবিদ প্রভাষক সুইন আহম্মেদ।
পরিশ্রম করে এ মানবিক কাজকে সফল করেছেন বসুন্ধরা শুভসংঘ বাউফল উপজেলা কমিটির সভাপতি মো. মারনুচ তালুকদার, সাধারণ সম্পাদক মো. গোলাম মোর্শেদ আরিফ, সহ-সভাপতি মো. কামরুল হাসান, মো. আরিফুর রহমান জুলহাস, মো. রেজাউল। যুগ্ম সাধারণ সম্পাদক ইফাত হোসেন জিসান ও খায়রুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মো. রাসেল হোসেন এবং সহ সাংগঠনিক সম্পাদক মো. সাহেদ। প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদুল ইসলাম সিকদার, কোষাদক্ষ সাইফুজ্জামান সাইফুল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৌ দেবনাথ, সমাজ কল্যান সম্পাদক সানজানা খান সিথী, সহ-সমাজ কল্যান সম্পাদক রাকিবা আক্তার, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক রুকাইয়া ইসলাম পায়েল, ক্রীড়া সম্পাদক মো. কাইমুর রহমান খান সবুজ, ধর্ম বিষয় সম্পাদক মো. মুদাচ্ছির। সদস্য মো. তানভির হোসেন, মো. রাকিবুল হাসান, মো. ইলিয়াস, মো. মুবিন মোল্লা, মো. জোবায়ের হোসেন, মো. অপু খান, ইব্রাহিম হাসান, মো. জাহিদুল ইসলাম, মো. রিফাত গাজী, সিমান্ত, মো. রবিউল, মো. আব্দুর রহমান (ইব্রাহিম মুন্সী), রমেন চন্দ্র দাস ও মো. ফয়সাল সিকদার।