বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থী ও ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা বিতরণ

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থী ও ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে ছাতা প্রদান করা হয়েছে। শনিবার দুপরে ঠাকুরগাঁও সদর উপজেলা পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও চৌরাস্তা ট্রাফিক আইল্যান্ড এলাকায় এসব ছাতা বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটির সাধারন সম্পাদক রাশেদুল আলম লিটন, কেন্দ্রিয় কমিটির সহ সাংস্কৃতিক সম্পাদক মালিহা মনজুর মৌমি, পলিটেকনিক কলেজ শাখার সাধারন সম্পাদক মো: রাতুল হাসান শাফি , আব্দুল্লাহ আজাদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শাখা কমিটির সভাপতি উম্মে তিশা, সাংগঠনিক সম্পাদক মাহাফুজা ফারিহা মারজান, কালের কন্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস উপস্থিত ছিলেন।

ট্রাফিক পুলিশ সদস্য মোঃ আসাদ বলেন, জেলায় প্রচন্ড গড়ম ও মাঝে মধ্যে হঠাৎ করেই বৃষ্টি হচ্ছে। এই সময়ে আইল্যান্ডে থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করতে গেলে বৃষ্টির পানিতে ভিজতে হয় । বসুন্ধরা শুভসংঘের এই ছাতা অনেক উপকারে আসবে। ট্রাফিক পুলিশের আরেক সদস্য হাবিব বলেন, প্রচন্ড রোঁদে সড়কে দাড়িঁয়ে থেকে বেশ সমস্যা হয়। ছাতা পেয়ে কিছুটা সমস্যা দুর হবে।

ঠাকুরগাঁও জেলা কমিটির সাধারন সম্পাদক রাশেদুল আলম লিটন জানান, বসুন্ধরা শুভসংঘের সদস্যরা সব সময় কোন না কোন শুভ কাজের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে। মানবিক বাংলাদেশ গড়তে আমরা সবাই মিলে শুভ কাজ করে যেতে চাই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *