বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সাতক্ষীরায় ইফতার মাহফিল
বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আজ রবিবার (৩১ মার্চ) সদর উপজেলার সদরের মাছখোলা গ্রামের হাজী শামছুদ্দিন এতিমখানা ও মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থীকে নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়৷
এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি মোশারফ হোসেন বসুন্ধরা শুভসংঘ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ফাহাদ হোসেন, মাদ্রাসার প্রশিক্ষক হাফেজ জাহিদুল ইসলাম, খাদিজাতুল কোবরা কপ্লেক্সের লেকচারার আব্দুস সাত্তার, শুভসংঘের জেলা শাখার সদস্য সাকিবুর রহমান, উপদেষ্ঠা কমিটির সদস্য আব্দুর রহমান, প্রফেসর সুমন, শাওকত কারিগর, মাদ্রাসার ক্যাশিয়ার মো. আব্দুল্লাহ, খাদেম তাহিদুল ইসলাম, ম্যনেজিং কমিটির সদস্য মো. রাসেল, হাফেজ জাকির হোসেন, সাইদুল ইসলাম, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ঈদগাহ কমিটির সভাপতি মো. মন্টু, সাধারণ সম্পাদক এমদাদুল হক।
ইফতার মাহফিল শেষে ফাহাদ হোসেন জানান, বসুন্ধরা শুভসংঘের আয়োজনে সারা বাংলাদেশের ন্যায় সাতক্ষীরাতেও এই ইফতারের আয়োজন হয়েছে। সকল শুভ কজে তরুন প্রজন্মকে সংশ্লিষ্ঠ করতে কাজ করে শুভসংঘ।