বসুন্ধরা গ্রুপের ছাতা উপহার পেয়ে আবেগ আপ্লুত গোবিন্দগঞ্জের সংবাদপত্র হকাররা

 

বুধবার (২৮ আগস্ট)সকাল সাড়ে দশটায় এজেন্টদের কাছ থেকে সংবাদপত্র নিয়ে তারা দশ জন হকার প্রতিদিনের মতো বের হয়েছিলেন বিলির কাজে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের ঢাকা-রংপুর মহাসড়কে পা রাখার আগেই হঠাত করে চৌমাথার মোড়ে তাদের চমকে দিলেন বসুন্দরা শুভসংঘের কর্মীরা। চারদিকে প্রচন্ড রোদ, কাগজ গুছিয়ে নেয়ার কাজেই ঘেমে নেয়ে একসা ছিলেন বিভিন্ন বয়সী হকাররা। আচমকা তাদের মাথায় উপহার হিসেবে মেলে ধরা হলো ছাতা। হতচকিত সংবাদপত্র হকাররা মুহুর্তেই হয়ে গেলেন আবেগ আপ্লুত।

বসুন্ধরা শুভসংঘের নাম বলতেই সংগঠনের তরুণদের জড়িয়ে ধরলেন বৃদ্ধ আমিনুল ইসলাম(৬৫)। একগাল হেসে বললেন, প্রতিদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সরকারি দপ্তর ও সাধারণ মানুষের বাড়ি বাড়ি তাদের পছন্দের কাগজ পৌছে দেই। এই কাজে যা আয় হয় তা দিয়ে অনেক প্রয়োজনীয় জিনিষই কেনা সম্ভব হয় না। পরে নিজের ভাষায় বললেন, এই যে ছাতাটা তোমরা হামাগরের মাথাত ধরিচ্চ তার যে কি দরকার আছিলো কবার ভাষা নাই। আল্লাহ তোমাগরের ভালো করব্যি।

সংসারের অভাব দুর করতে সংবাদপত্র হকারের কাজ করেন মোছা. রশিদা বেগম (৪২)। তার খুশি ছিলো দেখার মতো। দশজনের মধ্যে তিনি ছিলেন সবার সামনে। বললেন, বাপধনরা ছাতা তো দিলেন তোমাদের কাগজও তো হামরা বিলাই। সকলে মিলিয়্যা একটা করিয়্যা ব্যাগ আর ঝরি থাকিয়্যা বাচার জন্য রেইনকোট দিলে খুবই সুবিধা হতো। তিনিও করোনাকালে বসুন্ধরা গ্রæপের খাদ্য সহায়তার কথা উল্লেখ করে বললেন, আল্লাহ তাদের সবাইকে খাস রহমত দেবেন।

বসুন্ধরা সিমেন্টের সৌজন্যে কেন্দ্রীয় কমিটির এই ছাতাগুলো এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে যুক্ত হয়ে ট্রাফিক নিয়ন্ত্রনকারী শুভসংঘের বন্ধুদের মধ্যে উপহার হিসেবে বিতরণ করা হয়। দ্বিতীয় দফায় ছাতা পেলেন গোবিন্দগঞ্জের সংবাদপত্র হকার মো. হেলাল উদ্দীন প্রধান, মোছা. রশিদা বেগম, আমিনুল ইসলাম, ময়নুল ইসলাম, বুলু মিয়া, রাজু প্রধান, আয়নাল মিয়া, সাজু শেখ, বিকাশ সরকার ও রানা ইসলাম।

বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব বলেন, ছাতা উপহার পেয়ে গোবিন্দগঞ্জের হকাররা এতা ভালোবাসা জানিয়েছেন তা বলে বোঝানো মুশকিল। তারা বসুন্ধরা গ্রæপের সকলের জন্য দোয়া করেছেন।

উপহার বিতরণ অনুষ্ঠানটি সমন্বয় করেন গোবিন্দগঞ্জ শুভসংঘের বন্ধু সাঈদ পাপ্পু, অর্কিক সুলতান, হেমন্ত সরকারম ও ইমুল ইসলাম।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *