বঙ্গবন্ধু জন্মদিন পালন করলো নারায়ণগঞ্জ শুভসংঘ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ, নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ।

১৭ মার্চ রবিবার সন্ধা ৭ টায় ফতুল্লার পঞ্চবটীতে এসব আয়োজন করে জেলা শুভসংঘ। কেক কাটার পুর্বে বসুন্ধরা শুভসংঘ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি এড আব্দুল মান্নানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক এড কাজী মামুনুর রশীদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশ নেয় শুভসংঘের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত করেন। এছাড়া দেশের মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে অবহিত করতে কাজ করবে শুভসংঘ- এমনটা সিদ্ধান্ত নেয় সংগঠনের সদস্যরা। আলোচনা শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী পালন করে শুভসংঘের নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক কালেরকন্ঠ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শ্রী দিলীপ কুমার মন্ডল, বসুন্ধরা শুভসংঘের সিনিয়র সহ সভাপতি রন্জিত মন্ডল, সহ সভাপতি প্রদীপ কুমার দাস, যুগ্ম সম্পাদক আনন্দ দাস, যুগ্ম সম্পাদক আল মামুন, এড এরশাদ হোসেন ইমন, ইঞ্জিনিয়ার আমির হোসেন,সাইফুদ্দিন পিন্টু, এস এম রাসেল, দীপ বাপ্পী,রাজু আহমেদ,সাখাওয়াত, সুমন,রাকিব, শাহজাহান, আকাশ,প্রমূখ।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *