ফেনীতে ‘শুভসংঘে’র সেলাই মেশিন উপহার পেলেন সবুরা
ফেনীতে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘে’র উদ্যোগে সেলাই মেশিন উপহার পেলেন সবুরা খাতুন। তিনি সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের পাটোয়ারি বাড়ির মো. জিন্নাহর স্ত্রী। তার আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার তার হাতে মেশিন তুলে দেয়া হয়। সংগঠনের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম ও দিলরুবা আক্তারের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে মেশিনটি প্রদান করা হয়।
এদিন দুপুরে শহরের ট্রাংক রোডে ফেনী সেলাই মেশিন এজেন্সিতে উপহার প্রদানকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ওমর ফারুক ভুঁইয়া বেলাল, ফ্রেন্ডস বিল্ডার্স এর ব্যাবস্থাপনা পরিচালক হাজী দ্বীন মোহাম্মদ, পরিচালক আনোয়ারুল ইসলাম, ‘ডিবিসি নিউজ’ ও ‘ডেইলী অবজারভারে’র জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভুঁইয়া, ‘দৈনিক ফেনী’ সম্পাদক আরিফুল আমিন রিজভী, ‘নিউজটোয়িন্টফোর’ জেলা প্রতিনিধি নজির আহাম্মদ রতন, ‘কালের কন্ঠে’র জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারা, ‘এটিএন নিউজে’র জেলা প্রতিনিধি দিদারুল আলম, ‘মোহনা টিভি’র জেলা প্রতিনিধি তোফায়েল আহমদ নিলয়। ‘শুভসংঘে’র সদস্যরা এতে সহায়তা করেন।