ফুলপুরে নিহত কৃষক সাইফুল ইসলামের পরিবারের জন্য বসুন্ধরা শুভসংঘের উপহার

 

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কৃষক সাইফুল ইসলামের পরিবারের পাশে দাড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ। গত (৩ সেপ্টেম্বর ) মঙ্গলবার দুপুরে উপজেলার রহিমগঞ্জ ইউনিয়েনের চক-ঢাকিরকান্দা গ্রামের বাড়িতে নিহতের পরিবারের মাঝে উপহারগুলো পৌঁছানো হয়। এ সময় সাইফুলের স্ত্রী রহিমা আক্তার ,ছোট দুই শিশুসহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। উপহারের মধ্যে রয়েছে ২৫ কেজি চাল ,দুই লিটার সোয়াবিন তেল, এক কেজি চিনি , ১ কেজি মসুর ডাল, দুধ ১ প্যাকেট , নুডুলস ১ প্যাকেট । গত( ২০ জুলাই) শনিবার দুপুরে ফুলপুর-ময়মনসিংহ মহাসড়কের আমুয়াকান্দা বাজার এলাকায় সংঘর্ষ হলে হঠাৎ একটি গুলি সাইফুলের ডান চোখের ওপরে লেগে মাথা ছিদ্র হয়ে বেরিয়ে যায়। এ সময় ফুলপুর উপজেলা হাসপাতালে ভর্তি করার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত সাইফুলের পরিবার জানায়, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন নিহত সাইফুল। একটি জরাজীর্ণ ঘর রয়েছে। দুই শিশুর ভবিষ্যৎ নিয়েও চিন্তিত পরিবার।স্বামী হারা রহিমা বলেন, আমগ্যোর ঘর নেই, দুই শিশু সন্তানন্দের নিয়ে কিভাবে চলাফেরা করমু আল্লাহই জানে। তিনি কেঁদে কেঁদে বলেন ছোট দুই শিশুর জন্য ধান বিক্রি করে আম নিয়ে বাাড়িতে আসার আগেই আমার স্বামীর প্রাণ গেল গুলিতে। বসুন্ধরা শুভসংঘের উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন , সিনিয়র সাংবাদিক নুরুল আমিন (দৈনিক সংবাদ) সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান( বাংলাদেশ প্রতিদিন) মোস্তফা খান (দৈনিক কালের কণ্ঠ) শাহ্ নাফিউল্লাহ সৈকত (যায়যায়দিন) ফুলপুর উপজেলার বসুন্ধরা শুভসংঘের সভাপতি জিয়াউর রহমান পান্না , চকঢাকিরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *