পরিবেশের ভারসাম্য রক্ষায় পটুয়াখালীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে বৃক্ষরোপণ
বুধবার ( ৮ মে) সকাল ১১ টায় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে বিভিন্ন জাতের গাছ রোপণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ মহিলা কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন পটুয়াখালী মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের বিল্লাহ্। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মালেক , শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক গাজী সবুজ আহম্মেদ, প্রভাষক মোঃ এনামুল হক, সহকারী অধ্যাপক ইদ্রিস বেপারী, সাইদুল আলম, কাজী দেলোয়ার হোসেন,
প্রভাষক সানজিদা ইসলাম, নাজমুন্নাহার লাভলী, মো. জহিরুল ইসলাম ও বসুন্ধরা শুভসংঘের জেলা সমন্বয়কারী সাইমুন রহমান, বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সভাপতি আফরোজা আক্তার, সাধারণ সম্পাদক ইসরাত জাহান, আওদস্য মেহজাবিন ঐশী প্রমুখ।
পটুয়াখালী মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের বিল্লাহ্ বলেন, গাছ লাগিয়ে দেশের পরিবেশ রক্ষায় সকলের এগিয়ে আসা উচিত । কারণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাংলাদশকে রক্ষা করতে হবে ।
বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, দেশের পরিবেশ আরও সুন্দর, সবুজ ও উন্নত হয় সেজন্য বৃক্ষরোপণ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। এসব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
পটুয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা জানান, কলেজের মধ্যে ফলের গাছ লাগানো হয়েছে। এতে পরিবেশ রক্ষা হবে তাছাড়া এসব গাছের ফলও আমরা খাইতে পারবো। এমন উদ্যোগের জন্য আমরা বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানাই।