নিন্ম আয়ের মানুষের মাঝে বসুন্ধরা শুভসংঘের খাবার বিতরণ
ময়মনসিংহে বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার উদ্যোগে নিন্ম আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে শহরের কলেজ রোড এলাকায় দিনমজুর ও রিকশাচালকদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।
খাবার পেয়ে দিনমজুর কুদ্দুস আলী জানান, কয়েকদিন যাবৎ কারফিউয়ের কারণে নিয়মিত কাজ পান না। তাই তিনবেলা খাবার খাওয়া যেনো অনিশ্চিত হয়ে পড়েছে। বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগ গ্রহণের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ আনন্দ মোহন কলেজ শাখার সভাপতি নাফিউল হাসান মুবিন, সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী লাবণ্যসহ জুবায়ের আহমেদ, রায়হান শরীফ, টিটু, জান্নাত মম ও গোলাপ।