নড়াইলে শ্রমজীবীদের তৃষ্ণা মেটাল বসুন্ধরা শুভসংঘ
দেশে চলমান তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত। সবচেয়ে বেশি বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষ। রাস্তাঘাটে বিনামূল্যের বিশুদ্ধ পানির সংকটে শ্রমজীবী মানুষেরা পর্যাপ্ত পানির চাহিদা পুরন করতে পারছেন না। প্রচণ্ড গরমে তারা পানিশূন্যতায় ভুগছেন।
শ্রমজীবী এ মানুষদের পানির চাহিদা মেটাতে বসুন্ধরা শুভসংঘ দেশব্যাপী বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করছে। এ কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে সংগঠনটির সদর উপজেলা শাখার উদ্যোগে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক ও পথচারীদের মাঝে স্যালাইন ও ঠান্ডা পানি বিতরণ করা হয়।
আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা শহরের রূপগঞ্জ বাজারের মুচিপোল এলাকায় অর্ধশতাধিক শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
এ কর্মসূচি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘ নড়াইল সদর উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক মো. ফয়সাল শিকদার সেতু, ভারপ্রাপ্ত সদস্য সচিব নাহিদ খসরু ঐতিহ্যসহ সৈয়দ সিফাত, নায়িম শেখ, শুভ বিশ্বাস, মুজাহিদ শিকদার।
বসুন্ধরা শুভসংঘের দেওয়া পানি ও স্যালাইন পেয়েছেন ভ্যানচালক আবু জাফর। এ সময় তিনি বলেন, ‘এই গরমে শরীল (শরীর) না চললিও সংসারের খরচ চালাতি বাধ্য হইয়েই ভ্যান নিয়ে বার হতি (বের হতে) হয়। একটা ক্ষ্যাপ নিয়ে রূপগঞ্জ বাজারে আইসে দেহি (দেখি) পানি আর সিলাইন (স্যালাইন) দেচ্ছে। আমরা গরীব মানুষ, আমাগে তো সামর্থ্য নাই যে এই গুলো কিনে খাব। এহন (এখন) এই ঠান্ডা পানি আর সিলাইন খাইয়ে একটু শান্তি পালাম।‘