ধামরাইয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ ও সুস্বাস্থ্য কর্মশালা
ঢাকার ধামরাইয়ের কালামপুরে অর্ধশতাধিক মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সাথে সুস্বাস্থ্য কর্মশালা ও মধ্যাহ্ন ভোজ করে বসুন্ধরা শুভসংঘ ধামরাই উপজেলা শাখা। খাবার রান্নাসহ সকল কিছুর আয়োজন করে বসুন্ধরা শুভসংঘের সদস্যরা নিজে । আজ শনিবার (৮ জুন) দুপুরে শিশুদের সাথে সুস্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা নিয়ে আলোচনা এবং তাদের সাথে মধ্যাহ্নভোজের আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ।
আয়োজনের শেষে মাদ্রাসার এক শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, ‘সবাই মিলে মেলা দিন পর বাইরের খাবার খাইলাম, মেলা মজা হইলো।‘
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ধামরাই উপজেলা শাখার সভাপতি মিঠুন সূত্রধর, সহ সভাপতি মো. রাকিবুল হাসান, মো. দিপু, সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর ইসলাম, আফরিনা তাবাসসুম রিপা, শুভ বাকালি, সাংগঠনিক সম্পাদক ওয়াসিম আকরাম, উপ সাংগঠনিক সম্পাদক মো. মাহিম চৌধুরী, অর্থ সম্পাদক নাজমুল ইসলাম নাজম, সহ অর্থ সম্পাদক মাহমুদুল হাসান সিয়াম, দপ্তর সম্পাদক অপু ঘোষ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, ক্রীড়া সম্পাদক মোঃ তানভীর আহমেদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহানা চৌধুরী টুম্পা, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক সোহানুর রহমান মৃদুল ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শাহীন শেখ।
এ সময় সহ আপ্যায়ন সম্পাদক সোহানুর রহমান মৃদুল বলেন, ‘সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা খুবই গর্বের এবং আনন্দের। ভবিষ্যতেও আমরা এই ধরনের কাজ অব্যাহত রাখবো।‘