তারাকান্দায় বসুন্ধরা শুভসংঘের ‘ঈদ আড্ডা’

 

ময়মনসিংহের তারাকান্দায় বসুন্ধরা শুভসংঘের সদস্যদেরঈদ আড্ডাঅনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের হল রুমে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বসুন্ধরা শুভসংঘের সদস্য রোকসানা ও রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির উপজেলা শাখার সভাপতি আবু সায়েম আকন্দ। সংগঠনের অন্যান্য সদস্যদের নৃত্য, গান ও অভিনয় পরিবেশনার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে এঈদ আড্ডাঅনুষ্ঠিত হয়।

এ সময় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ প্রাপ্ত উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে বসুন্ধরা শুভসংঘ। অনুষ্ঠান শেষে র‍্যাফেল ড্রএর আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ছাত্রনেতা ফয়সাল আহমেদ, বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাফিউন হাসান মুবীন ও সাংগঠনিক সম্পাদক উম্মেল কাউসার তুষারসহ তাসনিম, বর্ষা, সেতু, শ্রাবণ, রোমান, আশিক, ইসরাত, নিহিম, আকাশ, সুমাইয়া, তাহসিন প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *