তারাকান্দায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে কুইজ প্রতিযোগিতা
বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার আয়োজনে উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী নিজে সাধারণ জ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ রবিবার (২৩ জুন) সকালে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগিতায় দুইটি ক্যাটাগরিতে মোট পরেনো জনকে পুরষ্কৃত করা হয়। এসময় শিক্ষার্থীদের ক্রেস্ট ও প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন এর বই ’বুলু ও অচীন দ্বীপ‘ উপহার হিসাবে প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকশিমুল কলেজর অধ্যক্ষ জনাব নাজমুল হোসেন, এডভোকেট সনি চৌধুরী, তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব সায়ের আলমগীর সরকার টুটুল, সিনিয়র শিক্ষিকা জনাবা কামরুন্নাহার, বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সভাপতি আবু সায়েম আকন্দ, সাধারণ সম্পাদক নাফিউন হাসান মুবীন, সাংগঠনিক সম্পাদক উম্মেল কাউসার তুষার, সদস্য রাকিবুল হাসান, জান্নাত, সেতু, শ্রাবণ, রোমান, ফজলে রাব্বি।
পুরষ্কার বিতরণ শেষে বকশিমুল কলেজর অধ্যক্ষ জনাব নাজমুল হোসেন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা বিস্তারে বসুন্ধরা শুভসংঘ প্রশংসনীয় অবদান রাখছে। বসুন্ধরা শুভসংঘ থেকে উপজেলার নিয়মিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করলে শিক্ষার্থীরা অনেক অজানা বিষয়ে জানতে পারবে।