নাটোরে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন
নাটোরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শহরের স্টেশন বস্তিতে অবস্থিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্ন কলি স্কুলে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে শিশুদের মাঝে ডেঙ্গু রোগের নানা লক্ষন সম্পর্কে ধারণা দেওয়া হয় ও ডেঙ্গু থেকে পরিত্রানের উপায় আলোচনা করা হয়। পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে করণীয় সম্পর্কে
অবগত করা হয়।
ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলার সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক সুষ্ময় দাস, যুগ্ম সাধারন সম্পাদক শিশির কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রাশেদা খাতুন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক কথা খাতুন, ক্রীড়া সম্পাদক আসলাম আলী সরদার, প্রচার সম্পাদক চাঁদ খামারুসহ সংগঠনের অনান্য সদস্যবৃন্দ ।