চন্দনাইশে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপন
তীব্র দাবদাহে অতিষ্ঠ সমগ্র সৃষ্টি। বৃক্ষ নিধনই এর অন্যতম কারন। সারা দেশে বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ রক্ষার উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘ। এরই প্রেক্ষিতে আজ শুক্রবার (২১ জুন) সকালে বসুন্ধরা শুভসংঘ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচীতে উপজেলার পূর্বসাতবাড়িয়া মসজিদ প্রাঙ্গনে বেলি ফুল, হাসনাহেনা, আম, বাদাম ও পেয়েরা সহ বিভিন্ন ফলজ বৃক্ষ রোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচীতে উপস্থিত ছিলেন বসুন্ধরা চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, সহ সভাপতি মিনহাজ উদ্দিন রানা, সাধারণত সম্পাদক আয়রিয়ান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মারুফ, সহ সাংগঠনিক সম্পাদক সাকিব, আইন বিষয়ক সম্পাদক আরিফ হজুর, আপ্যায়ন বিষয়ক সম্পাদক চৌধুরী সাইফুল, কার্যকরী সদস্য মোঃ ইমন, কাজী এহসান সাবিত।
আয়োজকরা জানায়, ‘কিছুদিন আগে দেখেছি প্রচণ্ড তাপদাহে জনজীবনে অস্বস্তিরতার চিহ্ন। তাই আমরা এবছর পরিবেশ দিবসে বৃক্ষরোপণ কর্মসূচির পরিকল্পনা করে রেখেছিলাম। আজকে আমাদের সেই পরিকল্পনা সম্পন্ন হলো এবং আর বিশ্বাস করি আমাদের রোপণ করা প্রতিটি গাছ আগামীতে ইকোসিস্টেম ঠিক রাখতে সহায়ক ভূমিকা রাখবে।‘