চট্টগ্রামে কর্ণফুলীতে বসুন্ধরা শুভসংঘের মাংস-রুটি বিতরণ

 

চট্টগ্রামের কর্ণফুলীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। আজ বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার মইজ্জারটেক এলাকায় এক শ মানুষের মাঝে মাংস ও রুটি বিতরণ করে বসুন্ধরা শুভসংঘ কর্ণফুলী উপজেলা শাখা।

এ সময় উপস্থিত ছিলেন শারমিন মনি, জালাল উদ্দীন রোকন, মুসা সিকদার, মোহাম্মদ জসিম, মো. লোকমান, ফারহান উদ্দিন, গোলাম মোর্শেদ, মো. এমদাদুল ইসলাম রুবেল, আরাফাত রিয়ান, মো. মহিউদ্দিন, তাজবির, আলী ইবনে আব্বাস, জসিম, রাসেল, হাসিনা আক্তার, গিয়াসউদ্দিন সাব্বির, ফয়সাল, রিফাত, স্বাধীনসহ আরও অনেকে।

খাবার বিতরণ প্রসঙ্গে আয়োজকরা বলেন, ঈদ মানেই আনন্দ। এ আনন্দ ব্যক্তিকেন্দ্রিক না হয়ে সর্বজনীন করার বার্তা দিয়েছেন মহান সৃষ্টিকর্তা। তাই অসহায় ও সুবিধাবঞ্চিত, যারা অর্থাভাবে ঠিকমতো খেতে পারে না, তাদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে আজকে আমাদের এ আয়োজন। একা একা ঈদ উদযাপনে কোনো আনন্দ নেই। আমাদের সবারই উচিত ঈদে একা একা আনন্দ না করে গরিব ও অসহায়দের সঙ্গে সব আনন্দ ভাগাভাগি করে নেওয়া।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *