চকরিয়ায় ৩০ এতিম শিক্ষার্থীকে শুভসংঘ দিল ঈদের নতুন পোশাক
কক্সবাজারের চকরিয়ায় এতিমখানায় পড়–য়া ৩০ জন এতিম শিক্ষার্থীর মাঝে তুলে দেওয়া হয়েছে রমজানের ঈদ উপহার হিসেবে নতুন পোশাক সামগ্রী। বসুন্ধরা শুভসংঘ চকরিয়া শাখার আয়োজনে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় পেয়ে মহাখুশি এসব এতিম শিক্ষার্থী।
এতে সার্বিকভাবে সহায়তা করেছেন বসুন্ধরা শুভসংঘ চকরিয়া শাখার উপদেষ্টা পরিষদ সদস্য ও চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে চকরিয়া পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের উত্তর করাইয়াঘোনা বাইতুল মামুর মাদরাসা, হেফজখানা ও এতিমখানা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব এতিমের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন এতিমখানার সকল শিক্ষার্থী, এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি জমির উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ নুরুল ইসলাম, সহ-সভাপতি ফোরকানুল ইসলাম, অর্থ সম্পাদক কাজী নজরুল ইসলাম, মসজিদের পেশ ইমাম হাফেজ মিজানুর রহমান, সদস্য নূর মোহাম্মদ আজিজ, এতিমখানার পরিচালক ও শিক্ষক হাফেজ মো. শফি, বসুন্ধরা শুভসংঘের চকরিয়া শাখার প্রধান উপদেষ্টা ও কালের কণ্ঠের স্থানীয় প্রতিনিধি ছোটন কান্তি নাথ, বসুন্ধরা শুভসংঘের চকরিয়া শাখার সভাপতি আবুল মাসরুর আহমদ, জ্যেষ্ঠ সহ-সভাপতি বিপ্লব দাশগুপ্ত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম ফারুকী, সাংগঠনিক সম্পাদক শিক্ষক আপন শর্মা, নির্বাহী সদস্য পরেশ দাশগুপ্ত, মো. রায়হান সবুজসহ শুভসংঘের বন্ধুরা।
এদিকে এসব এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার হিসেবে পোশাক সামগ্রী বিতরণের আগেরদিন শুক্রবার মাদরাসা ও হেফজখানার সবাইকে নিয়ে ইফতারের আয়োজন করা হয়।