গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের সাথে হাট তদারকিতে শুভ সংঘের কর্মীরা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হাটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজারে ভারসাম্য রক্ষায় শিক্ষার্থী বন্ধুদের সাথে যৌথভাবে কাজ করছে বসুন্ধরা শুভ সংঘের কর্মীরা। শুক্রবার বিকেল চারটা থেকে সাড়ে ছ’টা পর্যন্ত দু’ঘন্টা ব্যাপী এই কর্মসূচি চলাকালে বৈষম্য রিবোধী আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়ক ও অন্য শিক্ষার্থী এবং শুভ সংঘের কর্মীরা কাঁচা বাজার, মাছ মাংসের দোকান ও অন্যান্য পণ্য সামগ্রী বিক্রেতাদের সাথে দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে সাধারণ ও স্বল্প আয়ের মানুষের কষ্ট ও ভোগান্তি লাঘবে অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। কিছু কিছু ক্ষেত্রে তারা মালামালের কেনা মূল্যের ভাউচার পরীক্ষা করে অপেক্ষাকৃত কম লাভ করার আহবান জানান।
সমন্বয়ক , শিক্ষার্থী ও শুভ সংঘের কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তানভীন সরকার বাঁধন, সাধন মহন্ত, ওমর ফারুক, মামুন খান, মোস্তাকিম আহমেদ সজীব, অয়ন সুলতান, সাকিবুল হাসান সাকিব, অর্কিক সুলতান, ফারহান তানজিম আজম, রাফিফ রকি ও শুভ সংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব।
হাটের কাঁচা বাজারের সবজি বিক্রেতা বাদল সকার বলেন, শিক্ষার্থীদের আন্দোলন চলার সময় হাটে সরবরাহ কিছুটা কম থাকায় তাদেরও বেশি দামে কিনতে হয়। এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় তারা চেষ্টা করছেন স্বাভাবিক দামে বিক্রি করার। তিনি বলেন, শিক্ষার্থীরা এ ভাবে নিয়মিত বাজারে এলে হাতে গোণা অসাধু বিক্রেতারা চাপে থাকবে।

মুরগী ব্যবসায়ী সঞ্জু মিয়া বলেছেন, শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে যে ভাবে দেশকে নতুন করে ‘স্বাধীনতার’ স্বাদ উপহার দিয়েছে। এখন আমরা তাদের মাধ্যমেই সৎভাবে ব্যবসা বানিজ্য করে জীবিকা নির্বাহ করতে চাই। তাদের হাটে নিয়মিত পাচ্ছি, এটি আমাদের জন্য বড় পাওয়া।
সমন্বয়ক তানভিন সরকার বাঁধন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা ব্যবসায়ীদের মূল্য তালিকা টানানো, মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি না করা, অযথা মালামাল মজুদ ভেজাল মিশ্রিত কর র মত অপরাধ না করার ব্যাপারে সতর্ক করে সাধারণ মনিুষের পাশে থাকার পরামর্শ দিয়েছি। তারাও কথা দিয়েছেন নতুন করে দেশ গড়ার এই সংগ্রামে আমাদের তথা দেশবাসীর পাশে থাকবেন।

উল্লেথ্য, হাটবাজার তদারকি ছাড়াও গোবিন্দগঞ্জে শিক্ষার্থী র্ট্রাফিক নিয়ন্ত্রণ , শহর পরিচ্ছন্ন রাখাসহ বিভিন্ন ধরণের কাজ করে চলেছেন।
শুভ সংঘের জেলা সভাপতি হুমায়ুন আহমেদ বিপ্লব বলেন, আমরাও শিক্ষার্থী । আমাদের মূল মন্ত্র ‘শুভ কাজে সবার পাশে’ । এই আন্দোলনের সমর্থনে আমাদের সংগঠনের কর্মীরাও কাজ করেছেন। সমন্বয়করা আহবান জানালে, তাদের সকল কাজে আমরাও সার্বক্ষনিকভাবে অংশ নেব।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *