ক্যান্সার আক্রান্ত আমজাদ আলীর পাশে নান্দাইল বসুন্ধরা শুভসংঘ
আমজাদ আলী(৪২)। তিনি ইটভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তবে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে এখন তিনি শয্যাসায়ী। চিকিৎসক বলেছেন তিনি ক্যান্সারে আক্রান্ত। এমন পরিস্থিতিতে এই ব্যয় বহুল চিকিৎসার জন্য তাঁর পরিবার মানুষের কাছে গিয়ে হাত পাচ্ছেন। তারপরও আশানুরূপ সাড়া পাচ্ছেন না। আদৌ কি চিকিৎসা করাতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় পরিবার।
তাঁর বাড়ি ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চন্ডীপাশা মহল্লায়। স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে তাঁর সংসার। স্ত্রী পরের বাড়িতে ও নিজে ভাটায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। গত প্রায় পাঁচ মাস ধরে গলায় ছাড়াও শরীরের বিভিন্ন জয়গায় সমস্যা দেখা দিলে চিকিৎসক জানিয়েছেন তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। দ্রুত চিকিৎসার প্রয়োজন। এতে অনেক টাকা লাগবে। কিন্তু হত দরিদ্র পরিবারের হওয়ায় ব্যাপক শঙ্কা নিয়ে বাড়িতেই অবস্থান করছেন। প্রতিবেশীরা বেশ কয়েকমাস ধরে স্থানীয় বাজারে বাজারে গিয়ে সর্বসাধারনের কাছে সাহায্য তুলছেন। এতে সারা পাওয়া যাচ্ছে না।
এ অবস্থায় আজ শুক্রবার সকালে ক্যান্সার আক্রান্ত আমজাদের বাড়িতে যায় নান্দাইল উপজেলা বসুন্ধরা শুভসংঘ। তাঁরা আমজাদের খোঁজ খবর নিয়ে পরে তাঁর হাতে নগদ কিছু অর্থ তুলে দিয়ে আরও সাহায্যের আশ্বাস দেন। এ সময় কান্নায় ভেঙ্গে পড়ে আমজাদের স্ত্রী কল্পনা আক্তার বলেন,‘আমার তো কিছুই নাই। কিবায় চিকিৎসা করাইয়া তাইনেরে বাচাইয়াম? আপনেরা আমার স্বামীরে বাচানোর ব্যবস্থা করুইন। না অয় আমার কিডনি নিয়া বেইচ্যা টেহা যোগাড় করুইন। ’এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর খাইরুল ইসলাম মানিক,শুভ সংঘের সদস্য বিজয় ও শুভ।