কুড়িগ্রামে সংবাদপত্র হকারদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ
কুড়িগ্রামে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সংবাদপত্র হকারদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। রবিবার সকালে কুড়িগ্রাম কলেজমোড়স্থ সাধারণ পাঠাগার প্রাঙ্গণে বসুন্ধরা গ্রুপের উপহার হিসেবে ৩০জন হকারকে এই ছাতা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি খন্দকার খায়রুল আনম, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সংগঠনের নেতা ওসমান আলী, মতিয়ার রহমান, আব্দুল মতিন প্রমুখ।
এ সময় প্রবীণ সংবাদপত্র হকার আব্দুল মতিন বলেন, ‘আমরা রোদ বৃষ্টিতে ভিজে অনেক কষ্টে পত্রিকা বিলি করি। এই ছাতাটা আমাদের অনেক উপকারে লাগবে। আমরা বসুন্ধরার এই উপহার পেয়ে অনেক খুশি।’
হহার্স সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘পত্রিকার হকাররা আর্থিকভাবে বর্তমানে অনেক দুরবস্থার মধ্যে আছে। কেউ তাদের খবর নেয়না। বসুন্ধরা গ্রুপ সব সময় হকারদের পাশে থোক। আশা করবো এই ধারা অব্যাহত থাকবে।’