এতিমদের খাবারের জন্য বসুন্ধরা শুভসংঘের বাজারসামগ্রী প্রদান
সাত বছরের তৌহিদ। চট্টগ্রামের খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ জাহরা এতিমখানায় পড়ে সে। শফিকের মত প্রায় পঞ্চাশ শিক্ষার্থী পড়াশোনা করে এই এতিমখানায়। বছর দুয়েক হল হারিয়েছেন বাবা মা কে। এখন এই এতিমখানায় তার আবাস। শফিকদের মুখে ভালো খাবার তুলে দিতে এতিমখানায় বাজার সামগ্রী প্রদান করে শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম জেলা। বাজার সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পিয়াজ ও অন্যান্য মুদি সামগ্রী। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার উপদেষ্টা মো. সাইফুদ্দিন, সভাপতি এস এম এ জুয়েল, সাংগঠনিক সম্পাদক শুভ পালিত, সদস্য আমির খসরু, হাফেজ মো. হোসাইন সহ শুভ সংঘের অন্যান্য বন্ধুরা।
এতিমখানার শিক্ষক হাফেজ মো. মিজানুর রহমান বলেন, ” আমি বসুন্ধরা শুভসংঘের সদস্যদের অনুরোধ করি যাতে আমাকে কিছু নিত্য প্রয়োজনীয় বাজার সামগ্রী প্রদান করে। কারণ এতিমখানার নিত্য প্রয়োজনীয় এই বাজারসামগ্রী গুলো শেষ হয়ে গিয়েছিল। শুভসংঘ আমাদের এই ডাকে সাড়া দিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ শুভসংঘকে এই এতিম বাচ্চাগুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য। পরম করুনাময় শুভসংঘের সবাইকে এই ভাবে পাশে মানুষের পাশে থাকার তৌফিক দান করুন।“
বসুন্ধরা শুভসংঘের বৃহত্তর চট্টগ্রাম শাখার উপদেষ্টা মো. সাইফুদ্দিন বলেন,” শুভসংঘ প্রতিষ্টালগ্ন থেকেই মানুষের পাশে থেকে কাজ করে আসছে। আমরাও এই ভালো কাজের অংশ হতে পেরে ভালো লাগছে। আমরা ভবিষ্যতে আরো বড় উদ্যোগে নিতে চাই শুভসংঘ থেকে এই এতিমদের জন্য।“