ঈদে অসহায় দরিদ্র শিশুদের মুখে হাসি ফোঁটাতে ঠাকুরগাঁও বসুন্ধরা শুভসংঘের নতুন পোশাক বিতরণ
ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় দরিদ্র শিশুদের মুখে হাসি ফোঁটাতে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার সদস্যরা। শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা পৌর শহরের হঠাৎ বস্তি এলাকায় ৪০জন শিশুর হাতে এই নতুন পোশাক তুলে দেয়া হয়।
বিতরণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘের জেলা কমিটির সভাপতি তাপস দেব নাথ, সাধারন সম্পাদক রাশেদুল আলম লিটন, মীর ছানোয়ার হোসেন ছানু, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শাখা কমিটির সভাপতি উম্মে তিশা, সাধারণ সম্পাদক আলফি শাহরিন ফিহা, সাংগঠনিক সম্পাদক মাহাফুজা ফারিহা মারজান, সদস্য রোজ মনি, ফিহা ও কালের কন্ঠ জেলা প্রতিনিধি পার্থ সারথী দাস উপস্থিত ছিলেন।
নতুন জামা পেয়ে শিশু সাদিয়া আক্তার জানায়, ঈদের আগে নতুন জামা পেয়েছি তাই আমার অনেক আনন্দ হচ্ছে। এই জামা পড়ে বন্ধুদের সাথে খেলা করবো, খালা ও ফুপুর বাসায় বেড়াতে যাবো। আরেক শিশু নাইম জানায়, আমি অনেক খুশি হয়েছি। ঈদে নতুন শার্ট পড়ে অনেক মজা করবো।
শুভসংঘ জেলা কমিটির সাধারন সম্পাদক রাশেদুল আলম লিটন বলেন, ঈদে অনেক অসহায় পরিবারের ছোট ছোট শিশু রয়েছে যাদের নতুন পোশাক কেনার সামর্থ নেই। সেই সব শিশুদের মুখে একটু হাসি ফোটাতে খুব ছোট পরিসরে শিশুদের নতুন পোশাক দেয়া হয়েছে। আগামীতে সামর্থ অনুযায়ী এমন শুভকাজ বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে বসুন্ধরা শুভসংঘের ।