ঈদ আড্ডা এবং সাংস্কৃতিক আয়োজন বসুন্ধরা শুভসংঘের মুন্সীগঞ্জ শাখার
ঈদ আড্ডা ও সাংস্কৃতিক আয়োজন নিয়ে মেতে ছিল বসুন্ধরা শুভসংঘ মুন্সীগঞ্জ জেলা শাখার সদস্যরা। গত মঙ্গলবার শহরের জুবলি রোডে ফ্রেন্ডস কিচেন নামে একটি অভিজাত রেস্টুরেন্টে ওই আড্ডা পরিণত হয়েছিল সদস্যদেও মিলন মেলায়।
শুভ তাই নয় আড্ডায় সংগঠন এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সংগঠটিকে কিভাবে শক্তিশালি ও আরও সদস্য বাড়ানো যায় এই নিয়ে উপস্থিত সদস্যরা ব্যাপক আলোচনা করেন। এরপর দুপুরের ভোজ সেরে শুরু হয় সাংস্কৃতিক আয়োজন। সংগঠন এর সদস্যরা মিলে গিটার, কাহন এবং সকলের সম্মিলিত সুরে গানে গানে মুখরিত হয়ে রেস্টুরেন্টটির ভিতরের পরিবেশ। এ সময় রেস্টেুরেন্টে আগত গ্রাহকদের অনেকেরই দৃষ্টি আকৃষ্ট হয় বসুন্ধরা শুভ সংঘের এই আয়োজনে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনটির সভাপতি আবু মুহাম্মদ রুইয়াম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ওয়াসিউ রহমান বৃন্ত। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস জুই, সহ-সভাপতি সাইফুল ইসলাম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, ইব্রাহিম হোসেন রিয়ন, শাহরিয়ার জামান, মুহাম্মদ রাজু, সৃজন শাহরিয়ার অর্নব, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন শুভ, সহ-সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, মো:রাশেদ মীর, দপ্তর সম্পাদক রিফাত হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মো:ইকরামুল হাসান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস মীরা, সাংস্কৃতিক সম্পাদক যুবরাজ কবির, সমাজকল্যাণ সম্পাদক আহসান, অর্থ সম্পাদক সূবর্না শেখ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম মিদুল, সদস্য সাবিহা আক্তার, সাইফুল ইসলাম আকাশ প্রমুখ।