‘আমাদের উদাসিনতার কারণেই বদলে যাচ্ছে প্রকৃতির চেনাজানা রুপ ’

 

আমাদের উদাসিনতার কারণেই বদলে যাচ্ছে প্রকৃতির চেনাজানা রুপ। গাছ না লাগানোর ফলে প্রকৃতি হারাচ্ছে তার ভারসাম্য। গাছ একদিকে যেমন আমাদের অক্সিজেন দেয় অপর দিকে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বসুন্ধরা শুভসংঘ গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ লাগাচ্ছে এতে আমরা দুই ধরণের উপকৃত হবো। প্রথমত পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে অপরদিকে এসব ফল মানুষের দেহ গঠনের জন্য নানান ধরণের পুষ্টির জোগান দিবে। আমি ধন্যবাদ জানাচ্ছি বসুন্ধরা শুভসংঘকে এ ধরণের উদ্যোগ নেওয়ার জন্য। শুভসংঘের এ ধরণের শুভকাজের পাশে সবসময় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। কথাগুলো বলেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গলাচিপা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।

মঙ্গলবার বেলা ১২টায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে আম, কাঁঠাল, পেয়ারা, আমলকি, জাম, জলপাইসহ বিভিন্ন প্রকার ফলজ গাছ রোপণ করা হয়। বৃক্ষরেপাণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এছাড়াও গলাচিপা বেইসবিল্ড ডিজিটাল একাডেমি ও গলাচিপা থিয়েটার ও আব্দুল গণি স্মৃতি পাঠাগার চত্বরে অর্ধ শতাধিক ফলজ গাছ রোপণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী জেলা সমন্বয়ক সাইমুন রহমান, গলাচিপা উপজেলা শাখার সভাপতি সবুজ কুমার পাল, সাধারণ সম্পাদক রেদওয়ান করিম তালাল, যুগ্ম সাধারণ সম্পাদ মো. কাওসারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সদস্য মো. শাহিন মাহমুদ প্রমুখ।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ গলাচিপা উপজেলা শাখার সভাপতি সবুজ কুমার পাল বলেন, বসুন্ধরা শুভসংঘ সারাদেশের মতো গলাচিপায়ও বৃক্ষ রোপণ করে যাচ্ছে। প্রতিবছর শুভসংঘ লক্ষ লক্ষ বিভিন্ন প্রকার ফলদ ও কাঠ গাছ রোপণ করে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এ বছর আজ চারটি প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে। আগামীতে আমরা গলাচিপার প্রত্যন্ত অঞ্চলেও গাছের চারা রোপণ করবো। আশা করি আপনার আমাদের পাশে থাকবেন। বসুন্ধরা গ্রুপ শুধু একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়। বসুন্ধরা গ্রুপ দেশে ও মানুষের জন্য ভাবে বলেই প্রতিনিয়ত অসহায় দরিদ্র মানুষের সহায়তাসহ বিভিন্ন সেবামুলক কাজ করে যাচ্ছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *