অসহায় হকার আবু হানিফের পরিবারের পাশে বসুন্ধরা-শুভসংঘ

 

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে তিনমাস ধরে বিছানায় পড়ে থাকা সংবাদপত্রের হকার আবু হানিফের (৫৫) পরিবারের পাশে দাড়িঁয়েছে বসুন্ধরা-শুভসংঘ। আবু হানিফ বাস করেন গাজীপুর সদর উপজেলার মির্জাপুর এলাকায়। স্ত্রী ও তিন সন্তান নিয়ে দরিদ্র হানিফের সংসার। নিজের বাড়ি নেই থাকেন অন্যের আশ্রয়ে। পত্রিকা বিক্রির আয় ও গার্মেন্ট কর্মী স্ত্রীর আয়ে চলতো সংসার ও দিন ছেলে মেয়ের পড়া লেখা। বড় মেয়ে অনার্স সম্পন্ন করে মাস্টার্সে ভর্তির অপেক্ষায় আছেন। ছোট মেয়ে এইচএসসিতে পাশ করে অনার্সে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। একমাত্র ছেলে ১০ম শ্রেণীতে পড়ে। অভাব থাকলেও দুই জনের আয়ে কোন রকমে চলে যাচ্ছিল জীবন। কিন্তু দুর্ঘটনায় এলোমেলো হয়ে যায় সব। চিকিৎসা খরচ মেটাতে প্রচার ঋণগ্রস্ত হয়ে পড়েন। দুর্ঘটনার পর চাকরি ছেড়ে দিয়ে স্বামীকে দেখাশুনা করছেন স্ত্রী। আয় না থাকায় সংসার চালানো ও চিকিৎসা খরচ মিটাতে পারছিলেন না। বন্ধ হওয়ার উপক্রম হয় সন্তানদের লেখাপড়া। গত সোমবার আবু হানিফের মানবেতর জীবনযাপন নিয়ে দৈনিক কালের কন্ঠে ‘তিন মাস ধরে শয্যাশায়ী হকার আবু হানিফ অর্থাভাবে আটকে আছে চিকিৎসা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে আলোর দিশারী হয়ে সহায়তার হাত বাড়ায় বসুন্ধরা-শুভসংঘ।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও দৈনিক কালের কন্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলনের নির্দেশে বুধবার আবু হানিফের বাড়িতে যায় সংগঠনের গাজীপুর শাখার সদস্যরা। তারা আবু হানিফের শরীর খোজ খবর নেন এবং পরিবাররের জন্য ঈদ পর্যন্ত খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তৈল লবন, পেয়াজ, আলু,চিনি, সেমাই ছোলা মুড়ি ও সাবানসহ এবং নগদ অর্থ সহায়তা তুলে দেয়। সেই সাথে তার তিন সন্তানের লেখাপড়ার গ্রহণের কথা জানায়।

উপহার সামগ্রী ও সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহনের কথা শুনে খুশিতে চোখের পানি ফেলে আবু হানিফ বলেন, চারম অর্থাভাবে দিন পার করছিলাম। চিকিৎসা, সংসার চালানো এবং সন্তানদের লেখাপড়া নিয়ে প্রতিটি মুহুর্ত দুশ্চিন্তায় ছিলাম। বসুন্ধরা-শুভসংঘ কঠিন বিপদের সময় পাশে দাড়িয়েছে। আমি বসুন্ধরা গ্রপের মালিকের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাকে ও তার পরিবারকে হেফাজত করুন।

এ প্রসঙ্গে কালের কন্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপ দেশে ও দেশের মানুষের কল্যানে কাজ করে চলেছে। তাই আবু হানিফের পরিবারের অসহায়ত্বে খবর শুনে এগিয়ে এসেছে বসুন্ধরা-শুভসংঘ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *