অসহায় চা-শ্রমিদের মাঝে বসুন্ধরা শুভসংঘের ছাতা বিতরণ

 

প্রকৃতির বিরূপ প্রভাবে কখনো রোদের তীব্র খরতাপে পুড়ছে দেশ। আবার কখনো হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত। প্রকৃতির এমন অস্বাভাবিক আচরণে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। সবচেয়ে দূর্ভোগে পড়েছেন নিন্ম আয়ের শ্রমজীবীরা। তাদের মধ্যে চাশ্রমিকদের কথা বিশেষভাবে বলাই যায়। নামমাত্র মজুরিতে কাজ করেন তারা।

এই স্বল্প উপার্জনে পরিবার নিয়ে তিনবেলা পেটভরে খাওয়া যেখানে কষ্টসাধ্য, সেখানে রোদ ও ঝড়বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা কেনা তাদের কাছে বিলাসিতা। নিন্ম আয়ের এসব শ্রমজীবীদের কথা চিন্তা করে বসুন্ধরা শুভসংঘ তাদের মাঝে ছাতা বিতরণ করে।

আজ রবিবার (১২ মে) মৌলভীবাজারে জুড়ী উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চাশ্রমিকদের মাঝে উপহার হিসেবে ছাতা বিতরণ করা হয়েছে।

বসুন্ধরা শুভসংঘের উপহার পেয়ে এক চাশ্রমিক কালের কণ্ঠকে জানান, চাশ্রমিকরা সবসময় অবহেলিত থাকে। তাদের ভালো মন্দের খবর কেউ রাখে না। এখানে পয়সাওয়ালাদের অভাব নেই। তবুও তাদের কেউ সুনজরে দেখে না। বসুন্ধরা শুভসংঘের দেওয়া ছাতা পাওয়ার মাধ্যমে রোদ ও বৃষ্টি থেকে রক্ষার উপায় পেলেন। এজন্য বসুন্ধরা শুভসংঘের প্রতি তারা কৃতজ্ঞ।

সংগঠনটির জুড়ী উপজেলা শাখা সাধারণ সম্পাদক মৃদুল ঘোষ বলেন, বসুন্ধরা শুভসংঘ সবসময় অসহায় ও অসচ্ছল মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় চাশ্রমিকের মাঝে ছাতা বিতরণ করে তাদের জন্য কিছুটা স্বস্তির ব্যবস্থা করেছি। আমাদের শুভ কার্যক্রম চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জুড়ী উপজেলা শাখার নারী বিষয়ক সম্পাদক সন্দীপনা রায় শ্রাবণী, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সুপ্রিয়া সূত্রধর ঐশীসহ খোকন দে প্রমুখ।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *