অসচ্ছলদের রমজানের উপহার দিল বসুন্ধরা শুভসংঘ
চট্টগ্রামে বসুন্ধরা শুভসংঘ পটিয়া উপজেলা শাখার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। অসহায় মানুষদের মাঝে পবিত্র রমজানের উপহার হিসেবে ইফতারের প্রয়োজনীয় খাদ্য প্রদান করা হয়।
আজ রবিবার (১০ মার্চ) সকালে পটিয়া পৌরসভাধীন পোস্ট অফিস মোড় এলাকায় অসচ্ছল ৫ ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণের উদ্যোগ নেয়া হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বসুন্ধরা শুভসংঘের এই উপহার পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি এস এম এ জুয়েল, পটিয়া উপজেলা শাখার সভাপতি সাইফুদ্দীন, সাংগঠনিক সম্পাদক জে এম নওশাদসহ মো. ছগির আহমেদ, রনি দেব, মো. এনামুল করিম প্রমুখ।