Loading...
From The Blog

News and Featured Stories Of Shubho Shongo

শান্তার ডাক্তার হওয়ার স্বপ্ন বাঁচাতে এগিয়ে এলো বসুন্ধরা শুভসংঘ

দিনমজুর বাবার সন্তান শান্তা সেনের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে এলো বসুন্ধরা শুভসংঘ। ২ মার্চ দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় শান্তার মেডিকেলে পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখেই কালের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে এই ঘোষণা দেন।

বগুড়ার বসুন্ধরা শুভসংঘ স্কুল পরিদর্শন করলেন ইমদাদুল হক মিলন

শীতের সকালের মিঠে রোদ যেন ঝকমক করে উঠেছিল বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বড়কুমিড়া হাপুনিয়া পাড়ায়। অর্ধশতাধিক শিশু শিক্ষার্থী ঘুম ফেলে হাজির তাদের স্কুলের সামনে। নিজেরাই হাতে হাত লাগিয়ে শুরু করে বিদ্যালয়ের প্রবেশপথ সাজানোর কাজ। পাকা সড়কের মাথা থেকে স্কুল গেট পর্যন্ত টানানো সুতলিতে রঙিন কাগজ আর জরির ফুল লাগাতে ব্যস্ত সবাই।

অপুর ডাক্তার হওয়ার স্বপ্ন বাঁচাতে এগিয়ে এলো বসুন্ধরা শুভসংঘ

দিনমজুর বাবার সন্তান অপু দাসের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে এগিয়ে এলো বসুন্ধরা শুভসংঘ। গত ১৮ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘অপুর চিকিৎসক হওয়ার পথে বাধা দারিদ্র্য’ সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি দেখেই কালের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে এই ঘোষণা দেন।

পঞ্চগড়ে বসুন্ধরা শুভসংঘের ইফতার ও কিরাত প্রতিযোগিতা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাহে রমজান উপলক্ষে শতাধিক কোরআনের পাখিকে নিয়ে হামদ নাত ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার খয়খাটপাড়া নুরানিয়া হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এই আয়োজন করে বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখা।

অসহায় মানুষের পাশে ইফতার নিয়ে হাজির বসুন্ধরা শুভসংঘ, ঢাবি শাখার শুভার্থীরা।

পবিত্র রমজান মাস উপলক্ষে বসুন্ধরা শুভসংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ১৬ মার্চ, ২০২৪ তারিখে টিএসসি প্রাঙ্গণে অসহায় মানুষদের জন্য ইফতারের আয়োজন করা হয়। রমজান মাস মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে সবচেয়ে বেশি আবেগ এবং পাশাপাশি আনন্দেরও মাস। এই মাস খুবই বরকতপূর্ণ সময়। ধনী গরিব নির্বিশেষে সকল পেশার ধর্মপ্রাণ মুসলমানগণ রোজা রাখেন। তবে পার্থক্যটা হলো সেহরি এবং ইফতারে খাবারের মধ্যে। সেই পার্থক্যটাই কিছুটা নিরসন করতে এই ক্ষুদ্র প্রয়াস ঢাবি শুভার্থীদর।

হাফেজদের নিয়ে ইফতার মাহফিল

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা শাখার আয়োজনে হাফেজদের নিয়ে ইফতার মাহফিল এর আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ মার্চ ) গোদাগাড়ী উপজেলার নুরানী কিন্ডার গার্টেন ও হাফেজিয়া মাদরাসা ইফতার মাহফিল করান শুভসংঘের সদস্যরা। উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মালেক সহকারি শিক্ষক গোদাগাড়ী সরঃ উচ্চ বিদ্যাঃ ও কলেজ আরো ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুল খালেক